বাংলাদেশে ৩০০ জন খুবই শক্তিশালী মানুষ আছেন, উনারা আমাদের নির্বাচিত এমপি'গণ; উনারা নিজদের হাসিনা বা খালেদার কলাগাছ মনে মনে করে হেতু, উনারা নিজেদের ম্যাজিক ক্ষমতা সম্পর্কে অবহিত নন। আসলে, নির্বাচনের পর খালেদা হাসিনাই উনাদের কন্ট্রোলে থাকার কথা; কিন্তু শাওনের মত সন্ত্রাসী বা মওদুদের মত নীতিহীন মানুষ কখনো নিজকে হাসিনা/খালেদার চাকরের বেশী মুল্য দেয়নি!
শাহবাগে যদি কোন এমপি আসে, তাকে কথা বলতে দিন; তবে, সদর ঘাটে তাবিজ বিক্রেতাদের মত বক্তৃতা নয়; তাদের বলেন, তারা দেশের উন্নয়নের জন্য কোন 'বিল' আনতে চায় কিনা, কোন 'বিল' শাহবাগের জনতার সমানে ঘোষনা করতে চায় কিনা, কোন 'বিল' এ শাহবাগের মানুষের সমর্থনের দরকার আছে কিনা, এসব নিয়ে কথা বলতে চাইলে; পারলামেন্ট, বিল নিয়ে কিছু বালার থাকলে, শুধু তখন কথা বলতে দিন; না হয়, তাদের বেকুবী কথার বস্তা খোলার কোন দরকার নেই!
শুনেছি ইনু ও মতিয়া কথা বলেছে, কি বলেছে জানা যায়নি; ইনু, মতিয়া, মেননদের সৃজন ক্ষমতা এতো কম যে, তাদিগকে হাসিনার ভোটে নির্বাচিত হতে হয়, হাসিনার কলাগাছ! তাই ভাবছি, তাদের বলার কি থাকতে পারে!
৩০০ জনের মাঝে যদি সৃজনশীল কেহ থাকে, যে জনগনের উন্নয়নের জন্য বিল আনতে চাচ্ছে, মানুষের সাথে সে ব্যাপারে কথা বলতে চায়, তাদের কথা বলতে দিন!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




