মূল গান
একটা গোপন কথা
তপু
একটা গোপন কথা ছিল বলবার বন্ধু
সময় হবে কি তোমার ?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাওকে বল না আবার ।
মুখে ভালবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে
আছে অনেকেই,
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখো আমায়।
ভেবেছি যাই এবার
যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার ।
পরাজয় মেনে নিয়ে সবকিছু ভুলে গিয়ে
চাইব আমার অধিকার ।
কপালে যা আছে লেখা
মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখো আমায়।
প্রতিদিন এ গলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত,
মেয়েটা বাঁকা করে চুল বাধে প্রেম করে
দেখো ছেলেটাও পড়ে ফুলহাতা শার্ট ।
এই দেখে হাসাহাসি
গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার ।
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকী স্বপ্নের উপসংহার ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখো আমায়।
বিনে পয়সায় মানুষ করব তোমায় - ফয়সাল
একটা গোপন কথা ছিল বলবার
না শোণীয়ে ছাড়ব না আর ।
এতবার শোনে যাও যদি ভুলে
এবার খবর আছে তোমার ।
মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে
ঘুরিয়েছ অনেককেই ।
এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন
যাকে আজ কেন আলাদা লাগে ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ দেখতে চাই ।
জানো তো ভালো হতে পয়সা লাগে না ।
বিনে পয়সায় মানুষ করব তোমায় ।
ভেবে নিয়েছি এবার
যা কিছু হবে হবার
হোক তবু করাবো স্বীকার ।
পরাজয় মেনে নিবে
সব কিছু ভুলে যাবে
আদায় করব অধিকার ।
কপালে যা আছে লেখা
মনে যদি পাও ব্যথা
দেখে নেব আমি এর শেষ,
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ দেখতে চাই ।
জানো তো ভালো হতে পয়সা লাগে না ।
বিনে পয়সায় মানুষ করব তোমায় ।।
প্রতিদিন এর সাথে ওর সাথে ঘুরাঘুরি
কেটে যায় সকাল আসে রাত ।
তুমি বাঁকা করে চুল বাধ, প্রেম কর
দেখ আমিও পড়েছি আজ ফুল হাতা শার্ট ।
এই দেখে হাসাহাসি
যাকে তাকে ভালবাসি
এই ভালো আছ এই স্বপ্ন তোমার ।
কখনো বোঝনি যেটা এটা ছিল সূচনা
দেখে ফেলেছি তোমার উপসংহার ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ দেখতে চাই ।
জানো তো ভালো হতে পয়সা লাগে না ।
বিনে পয়সায় মানুষ করব তোমায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


