তবে আমার দেখা বেশী আলোচিত শব্দগুলো হচ্ছে:সামু, ছাগু, টেকি, পুত্তুম পিলাচ, হেল্পান !
যাইহোক কয়েকটার মানে এখনও বুঝিনি: পু পি , মজাডু??? এর জনক/জননীরা আওয়াজ দিয়েন প্লিজ। আমারও জানতে মুন্ঞায় !!
এই অংশটুকু এডিটেড:
আরও কয়েকটা নতুন শব্দ পেলাম (নীল_পদ্মর কাছ থেকে) যেগুলো আমার অজানা ছিল। তাই যোগ করলাম আমার এবং আমার মত নতুন ব্লগারদের জন্য।
নীল_পদ্ম বলেছেন: প্রিয়াইলাম, ধইন্যা, ফুনাইলাম, পুস্টাইলাম, ব্লকাইলাম, প্লাসাইজড (আমার), মাইনাসাইজড (আমার),
বলাক০৪ বলেছেন: চাক্রি চাই
ঝাতি ঝানতে চায়
সেরাম হইছে
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




