
ব্যবহারকারীরা অনলাইনে সম্পূর্ণ প্রাইভেসি চান না, এমনই মন্তব্য করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি বলেছেন, ব্যবহারকারীরা গোপনীয়তা চান না এমন নয় বরং তারা চান- তারা যে বিষয়গুলো শেয়ার করবেন অথবা করবেন না, তার উপরে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে এ মন্তব্য করেন জুকারবার্গ। অন্যদিকে, ফেসবুকের প্রাইভেসি সেটিংসে জটিলতা নিয়ে চলতি সপ্তাহে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।
এ পরিস্থিতিতে ফেসবুক প্রাইভেসি সেটিং বিষয়ে সম্প্রতি বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। তবে এর বিরোধিতায় আবার একদল ব্যবহারকারী ‘কুইট ফেসবুক’ এবং ‘সুইসাইড’ নামে ফেসবুকেই একাধিক গ্রুপ খুলেছেন। এসব গ্রুপের সদস্যরা তাদের দাবির বিপরীতে ফেসবুক থেকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টটি মুছে ফেলার হুমকিও দিয়েছেন।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গোপনীয়তার নীতি সহজ করার কথা জানিয়েছেন জুকারবার্গ। সম্প্রতি ফেসবুকের গোপনীয়তার নীতি নিয়ে চলতে থাকা সমস্যার
সুত্র: বিডিনিউজ২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



