কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং যেখানেই সরকারী আবাসিক প্রকল্প গড়েউঠে সেখানেই তারা নামে বেনামে প্লট হাতিয়ে নিয়েছেন এখন তারা নেমেছেন ভর্তি বাণিজ্যে।
তাদের সামান্য একটু আবদার। তাহলো তাদেরকে স্কুলে মোট ভর্তির ২% কোটা দিতে হবে। হাজার হলেও তারা এমপি এমন একটু আধটু আবদার তো মানতেই হবে (?) তানাহলে কেমন হয়? দিন রাত তাদেরকে দেশ নিয়ে কত্ত ঝক্কি ঝামেলা পোহাতে হয় তার কোন এন্তার নেই। এত্ত কষ্টের মধ্যে যদি একটুশ খানি সুযোগ পায় তাহলে মন্দ কিসে?
এক সমিক্ষা মতে দেশে বিভিন্ন ক্লাসে (অর্থাৎ প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ভর্তিতে অংশ নেবে প্রায় ৮০ লাখ ছাত্র/ছাত্রী। তাদের ২% অর্থাৎ ১ লাখ ৬০ হাজার ছাত্র/ছাত্রীর ভর্তি বাণিজ্য করে তারা একটু খানি টাকাকড়ি হাতিয়ে নিবেন। এ আর এমন কি? হাজার হলেও তারা তো নেতা!
হাউ ফানি! আমরা কোন দেশে বাস করি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


