সে যাই হোক নুরু মিয়া যথা রীতি আবারও পাত্রী দেখতে গিয়াছে। পাত্রী দেখা দেখির পর্ব শেষ। সেই সংগে আপ্যায়নের পর্বও শেষ। কথা পাকা পাকি এখন বিয়ে পড়ানোর পালা। ইতিমধ্যেই কাযি, মৌলভী,আত্নীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই বিয়ের আসরে হাজির। এখন বিয়ে পড়ানো হবে এমন সময় কনের মা বলে উঠলেন, আমি বর দেখব আগে তারপর বিয়ে। বেশ ভাল কথা, কনের মা বর দেখতে এসে একবারে আক্কেল গুড়ুম।
হঠাৎ কনের মা চিৎকার করে বলে উঠল, ঐ তোরা কে কোথায় আছিস ওকে আগে তাড়া ও আমাকেও বিয়ে করার জন্য দেখতে আইছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


