বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা! শ্রমের মর্যাদার এবং ন্যূনতম মজুরীর জন্য যে শ্রমিকদেরকে প্রতিনিয়ত মালিক এবং মালিকদের পোষা মাস্তানদের বিরুদ্ধে লড়াই করতে হয় প্রতিনিয়ত সেই শ্রমিকরা আগুনের নরক থেকে বাঁচার জন্য যে কি ভীষণ লড়াই করেছেন তার স্বাক্ষ্য ছড়িয়ে ছিটিয়ে আছে তাজরিন ফ্যাশন লিমিটিডের প্রতিটি ফ্লোরেই।
কলাপসিবল গেইট দিয়ে বের হতে না পেরে কিংবা বের হতে পারলেও ধোয়া আর আগুণে নরক হয়ে ওঠা সিড়ি দিয়ে নামতে বা উপরে উঠতে না পেরে শ্রমিকরা বাঁচার আশায় জানালার কাচ, লোহার গ্রিল, এক্সস্ট ফ্যান ইত্যাদি ভেঙে, বাকিয়ে নানান ভাবে চেষ্টা করেছেন। এভাবে কত জন ভাগ্যবান সফল হয়েছেন তা আদৌ জান সম্ভব নয়?
আনুষ্ঠানিক ভাবে উদ্ধার কার্যক্রম সমাপ্ত হওয়ার পরও অনেক মানুষ এখনও তাদের নিখোজ স্বজনদের খুজে ফিরছেন। তাদের কাঁন্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। কি করে তারা এ ভার বহন করবে? সংশ্লিষ্ট কেউ কি এর জবাব দিবেন। নাকি প্রতিট দূর্ঘটনার মত এবারও বিভিন্ন সভা-সমাবেশ আলোচনা-সমালোচনা এবং নাম মাত্র ক্ষতিপূরণ দিয়েই দায়িত্ব শেষ করবেন?
ইতিমধ্যেই পুড়ে অঙ্গার হওয়া শ্রমিকের মূল্য নির্ধারিত হয়েছে এক লাখ টাকা। ইহা নিতান্তই হাস্যকর এবং শ্রমিকদের নিয়ে তামাশা ছাড়া বৈ কিছুই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


