ইলেস্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে ছবি ও ভিডিও ফুটেজ দেখে ছেলেগুলোকে তো ধরা হবে, কিন্তু দাবি করা হবে এরা ছাত্রলীগ কর্মী নয়। স্বয়ং এরাই স্বীকার করবে এরা ছাত্রলীগ নয়। ওদের পেছনে যা যা ব্যাকআপ দেওয়া দরকার তাও দেয়া হবে। নতুন করে রাজনীতির খেলা শুরু হবে।
আমরা সাধারণ মানুষ বিএনপি আওয়ামী লীগ বুঝিনা। রাজনীতিও বুঝিনা। কিন্তু কতকাল রাজনীতির খেলার অসহার শিকার আমরা এই সাধারণ মানুষেরা হয়ে যাবো। ততদিন যতোদিন আমরা পাল্টা রুখে দাড়াতে না শিখবো।
এই ছেলেগুলো আজ মানুষ মেরে হয়তো পরিবারের সাথে রাতের খানা খেতে বসবে। গল্প করবে। হাসবে, মান-অভিমান সবই করবে। কিংবা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। অন্ধকারের বন্ধুদের সাথে আড্ডাবাজী করবে। তাস পেটাবে, গাজায় টান দিবে। মনেই থাকবেনা, আজ একটি জীবন নিভিয়ে দিয়ে এসেছে। কেবল মনে থাকবে উপরের বড় ভাইদের আদেশ- "এই ক'দিন ডুব মাইরা থাক। সময় হইলে কমুনে। টেনশন লিসনা। আমরা আছিনা।"
আসলে ওরা আছে বলেই দেশটা এ রকম হাহাকারে ভরে যাচ্ছে। ওরা আছে, ভালভাবেই আছে। আমরাই কেবল না থাকাদের দলে।
ছেলেগুলো মানুষ না অন্যকিছু ? এদের যারা সাপোর্ট দিয়ে যাবে তারা মানুষ না অন্যকিছু ? এই সব খেলা যারা খেলে, তারা মানুষ না অন্যকিছু ? আসলে তোরাই উত্তর দে, তোরা মানুষ না অন্যকিছু ?
***যদিও রাজনৈতিক পোষ্ট দেয়ার ইচ্ছা আমার ছিলনা তথাপি মধ্যযুগের বর্বরা দেখে কোন মানুষ অন্তত পক্ষ্যে চুপ থাকতে পারেনা। তাই এই প্রয়াশ। সবাই আমাকে ক্ষমা করবেন।***
সূত্র : এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


