হ্যাপী বার্থ ডে টু আরিশা।
আজ আমার মেয়ে আরিশার প্রথম জন্ম বার্ষিকী। ২০১২ সালের আজকের দিনে দুপুর ১:২০ মিনিটে আমার আদরের মেয়ে আরিশা ওর মা'র কোল আলোকিত করেছে। আরিশার আগমন সব অপূর্ণতাকে করেছে পূর্ণ।
এরই মধ্যে বয়ে গিয়াছে অনেক সময়। এখন ও একটু একটু বুঝতে শিখেছে।
আমি যখন অফিস থেকে বাসায় যাই তখন ও আমার কোলে আসার জন ব্যকুল হয়ে উঠে না দেখলে বিশ্বাস করার মত নয়। আমি পাশ দিয়ে এদিক ওদিক গেলে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। ওর নাম আমিই দিয়েছি আরিশা।
যখন আরিশাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিই তখন “সে এক অদ্ভুত ভাল লাগা।”
ওর জন্য সকলের কাছে শুভ কামনা প্রত্যাশা করছি। সকলেই আমার মেয়ে আরিশাকে দোআ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


