
কিছু কথা কইয়া যাই।
গানের সুরে কইয়া যাই।
এই বাঙালি কেমনে বুঝবো?
বলার যে আর ভাষা নাই।
'তুমি কে ভাই আমি কে' একাত্তরের স্লোগান।
বীর বাঙালি গর্ব কইরা বড় গলায় গাইছে গান।
মরনের ভয় ছাইড়া দিয়া,
বাচ্চা-বুড়া কুরবান দিয়া,
মায়ের আদর ভুইলা গিয়া,
যুদ্ধে করলো জীবন দান।
হায় হায় হায় কি শুনলাম রে, মেধাবী গো হইলো কি?
চাকরির লাইজ্ঞা চিৎকার পাইরা, হিজবুত শিবির কইলো কি?
যেই রাজাকার ধর্ষণ করলো,
পাকির হাতে তুইলা দিলো,
শকুনের মত ছিড়া খাইলো,
মা বইন আমার ডুইব্বা মরলো!
তাদের পক্ষে স্লোগান ধরলি,
লজ্জা শরম ধুইয়া খাইলি,
সবাই তোরা রাজাকার না।
মেধাবী হায় মেধাবী! মেধাবী হায় মেধাবী!
রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান।
'তুমি কে আমি কে বাঙালি বাঙালি'
বীর বাঙালি রক্ত দিছে মরনের ভয় করে নাই।
লাগলে আবার জীবন দিবো, একাত্তর ভোলে নাই।
যেই রাজাকার ধর্ষণ করলো,
পাকির হাতে তুইলা দিলো,
শকুনের মত ছিড়া খাইলো,
মা বইন আমার ডুইব্বা মরলো!
তাদের পক্ষে স্লোগান ধরলি,
লজ্জা শরম ধুইয়া খাইলি,
সবাই তোরা রাজাকার না।
মেধাবী হায় মেধাবী!
দেশটা নাকি স্বাধীন করলি
স্বাধীনতার মানে কি?
যেই স্বাধীনে মানুষ মরে
এমন স্বাধীন দরকার কি?
পচাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান।
জাতির পিতা জীবন দিছে, শেখ রাসেলও বাঁচে নাই।
শেখের বেটি বাইচ্চা গেছে,
দেশটা কিন্তু ছাড়ে নাই।
তলা বিহীন ঝুড়ি থাইক্কা, দেশটা করছে ডিজিটাল।
আবার দেশে ফিররা আইবো, দেশের মানুষ শান্তি পাইবো।
গোরস্থানের বাংলাদেশে, আবার শান্তি ফিররা আইবো।
আবার শান্তি ফিররা আইবো, আবার শান্তি ফিররা আইবো।
রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান।
'তুমি কে আমি কে বাঙালি বাঙালি'
বীর বাঙালি রক্ত দিছে মরনের ভয় করে নাই।
লাগলে আবার জীবন দিবো, একাত্তর ভোলে নাই।
#BangladeshCrisis
#MeticulouslyDesigned
#StepDownYunus
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



