একটি আমাদের কাছে খুব পরিচিত। যেটি মুলত দেশের সিংহভাগ কয়লা নিয়ে বশে আছে, অনেক ডায়েলগ হচ্ছে, সেমিনারে বক্তারা গলা ফাটিয়ে দিচ্ছেন। ফলাফল আমার চাইতে ব্লগাররা ভাল জানেন।
কিন্তু আমি এমন এক ফুলবাড়িয়া চিনি যার নাম অনেকেই চেনা তো দুরের কথা শুনেনও নি।
মায়মনসিংহ থেকে ৩০কিমি দুরে গরীব, ঘনভসতিপূর্ন এলাকা ফুলবাড়িয়া উপজেলা। কিন্তু এসব তো এ দেশের অন্য স্থানেও আছে তবে ফুলবাড়িয়ার কথা কেন আসছে।
ফুলবাড়িয়া বাংলাদেশের এমন এক এলাকা যেখানে এখোনো ঘাতক বাধ্যি কালাজ্বর বিদ্যমান। বাংলাদেশ তথা সাউথ এশিয়ার মধ্যে অন্যতম কালাজ্বর সমৃধ্য এলাকা। আমাদের এক দল বহু বছর ধরে কাজ করছি এ এলাকায় কালাজ্বর নির্মুলে, কিন্তু পারছি না।
কালাজ্বর সম্পকে জানতে
Click This Link
সরকারও তাদের সাধ্যমত চেষ্টা করছে তবে তা যথেষ্ট না, উপরন্ত দূনীতিবাজ সরকারী ডাক্তাররাতো গরীব রোগীদের নিয়ে রীতিমত খেলা করে।
সবার সমন্নীত উদ্দোগ দেশ থেকে কালাজ্বর নিমূল করতে সহায়তা করবে।
Image- Child Kala-azar
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



