তিন
যাওয়ার দিন দুপুর 08.01.2006 তারিখ 12.30 মিনিটে তার সাথে শেষ দেখা হয় । সে বলেছিল ঈদের পরদিন তার বাসায় গিয়ে বিস্তারিত আলাপ করার জন্য ।আগে থেকেই তার পরিবার আমাদের ভালবাসার কথা জানত। তার পরিবার যদি না মানত তাহলে বন্ধুদের নিয়ে আমরা ঘরোয়া অনুষ্ঠান করব বলে ঠিক করেছিলাম। সাড়ে তিনবছর সে আমার ঘর করেছিল । তবুও আমি তাকে বুঝতে পারেনি। সে বলত এই দেহ তোমাকে দিয়েছি, আর কাউকে তার ভাগ দেয়া যাওয়া যায় না ।তবুও সে চলে গেল, সে রাত্রেই। রাত্র 9.30 মিনিট পর্যন্ত তার সাথে মোবাইলে কথা হয়েছিল । পরে তার মোবাইল অফ করে রেখেছিল । পরিবারের সবার মোবাইল ।
আমি আর তার সাথে যোগাযোগ করতে পারিনি। পরদিন সে কেঁদে বলেছিল আমি পারলাম না তোমার কাছে আসতে। তবে তোমাকে ভালবাসি এখনও , চিরদিন ভালবাসব, হয়ত তোমার সাথে আমার থাকা হল না । থাকা আর ভালবাসা এক জিনিস নয়। তুমি আমার কাছে এখনও দেবতা। কিন্তু আমি মনকে কিভাবে প্রবোধ দিব যে , সাত বছর ভালবেসে এবং সাড়ে তিনবছর একসাথে ঘর কওে, কিভাবে একটি মেয়ে অন্য পুরুষের কাছে যেতে পারে। এখন তার ভয় যদি সব কিছু প্রকাশ হয়ে পড়ে তাহলে তার একমুর্হুতের জন্যও বিয়ে টিকবে না। কিন্তু আমি কি করব পাঠক বন্ধুগণ বলতে পারেন। ভাল থাকতে চেষ্টা করছি কিন্তু থাকতে পারছি না। ইতোমধ্যে ক্যাম্পাসে বেশ কিছু বিষয় মানুষ জেনে যাচ্ছে। সে আমকে বলার চেষ্টা করছে আমি সবার কাছে এই বিষয়ে বলার চেষ্টা করেছি।কিন্তু যে চলে গিয়েছে তার কথা বলে লাভ কি হবে। কারন এত ভালবেসেও তাকে রাখতে পারিনি। অমার কোন অপরাধের কথাও সে বলেনি। সে সব দোষ তার বলে স্বীকার করেছে। কেন? এই কি তাহলে তার জবাব হতে পারে। এই কি ভালবাসা হতে পারে একজন নারীর। এভাবে কি চলে যাওয়া কি ঠিক। এক কষ্ট কোথায় যে রাখব তার তার হদিস পাচ্ছি না। আমি কি এত পাপ করলাম যে একজন নারীর জন্য এত কষ্ট পেতে হবে। কি দিইনি তাকে আমি। আমার সত্ত্বা সমস্ত তার জন্য ছিল।কিন্তু আজ সে অন্যের ঘরনী ।
আমি চাইলে এখনই তার বিয়ে ভেঙ্গে দিতে পারি। কিন্তু কি লাভ পাব বুঝতে পারছি না। কোন কিছু দিয়ে শান্তি পাচ্ছি না।শুধু তার কথা মনে পড়ছে একটুর জন্য ভূলতে পারছি না । কি ভুল করেছি ভালবেসে তা আজও বুঝতে পারছি না। সবকিছু উজার করে ভালবেসে কি ভুল করেছি। কোন নারী কি এত নিষ্ঠুর হতে পাওে, এই পৃথিবীতে । আমাকে সে জানিয়ে যেতে পারত।তার দ্বারা সম্ভব হবে আমার ঘর করা । এমন অবৈধ কাজ কি করে সম্ভব তা বুঝতে পারছি না। সে বিয়ের দুইদিন পরও আমার কাছে আসতে চেয়েছিল কিন্তু আমি না করে দিয়েছি। যে চলে গিয়েছে তাকে আবার ফিরিয়ে আনার কোন মানে হয় না, এতে শুধূ আমার কষ্টের পরিমাণ বাড়ত বইকি কমত না।
আমি এখন ভাল হওয়ার চেষ্টা করছি । আমার জন্য একটু কি প্রার্থনা হতে পাওে, কষ্টকে জয় করার? ঐদি কোন বন্ধুর সম্ভব হয়।তাহলে এই অধমের জন্য একটু প্রার্থনা চাই।সবার ভালবাসা পাব কি আমি। পৃথিবীর সবাই সুখী থাকুক এই কামনায়।পরে আবার লিখব বন্ধুরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




