আমার এক বান্ধবি যে কিনা রাত ১১:০০ এর মধ্যে ঘুমিয়ে পড়ে, সে আমাকে আজ রাত ১:০০ তে ফোন দিয়েছে। আমি তো আকাশ থেকে পয়লাম। কি ব্যাপার জানতে চাই। তুমি এত রাতে জেগে আছো? আজ সূর্যটা কোন দিক দিয়ে উঠল?
আর শুরু করল, আজ রাত ১০:০০ দিকে বিদেশ থেকে তার এক বান্ধবি ফোন করে তাকে জানাল পারসোনার অদ্ভুত উটের পীঠের কাহিনী এবং বলেছে কিছু দিনের মধ্যে এগুলো সব জায়গায় পাওয়া যাবে এবং সুন্দরী ফিগার সচেতন নারীদের স্পার ভিডিওর চাহিদা অনেক বেশি। শুনে সে নাকি অসুস্হ হয়ে পরেছে। তার ঘুম আসছে নাহ। সে রাতে কিসুই খেতে পারে নি।
তার মতে অনেক নারী জানে পারসোনাতে ক্যাম লাগানো আছে, এটা যে পন্য হয়ে যেতে পারে নারী। এটা নাকি তারা কেউ কখনো ভাবেনি। আর এ বিষয়টা নিয়ে নারীরা কিছু না বলার কারন ভয়, শুধুই ভয়।
১ম : ড্রেস পরিবর্তণের রুমে কেনো ক্যাম থাকবে সে বুজতে পারছে নাহ।
২য়: ষ্পা রুমে নারীরা সাধারনত সম্পূর্ণ নগ্ন হয়ে থাকে, আর সাথে থাকে মিনি পার্স, যেখানে শুধু মোবাইল এবং টাকা থাকে।, আরো অনেক কাজেই নাকি ড্রেস পরিবর্তন করা লাগে, গায়ে অনেক কম কাপড় থাকে।
৩য়: অধিকাংশ নারী স্পা করার সময় সাথে কাউকে নিয়ে যায় পারলারে।
৪র্থ: লক্ষ লক্ষ নারীকে দিয়ে আজকের নারী ব্যবসায়ী, তারকা কানিজ, উনি নারী হয়ে কিভাবে এ কাজ করেন, এ কথা বলেন।
৫ম: প্রায় প্রতিটি পরিবার পারসোনার সদস্য ছিল, তার মানে লক্ষ লক্ষ পরিবারের সাথে প্রতারনা করেছেন এবং প্রতিটি পরিবার আজ অজানা ভয়ে আছেন।
৬ষ্ঠ: নারীরা তাদের পরিবারকে কিসু বলতে পারছেনা, সবাই শংকিত।
৭ম: নারী দিয়ে উঠেছেন, নারী দিয়েই নামবেন তিনি।
৮ম: যিনি আমাকে কথা গুলো বলেছেন, তিনি কানিজ আলমাসকে খুব ভাল করে চিনেন।
যার কথা বলছি তার বা তার পরিবারের কারো কথা বললে, আপনাদের বেশীর ভাগ মানুষ চিনবেন, তাই পরিচয় দিলাম নাহ(সুন্দরী, সমাজে পরিচিত, অর্থ এবং বিত্তশালী )।
যে বা যার পরিবার সমাজে প্রতিষ্ঠিত, তাদের ভিতর যদি ভয়, শংকা এবং আতংক থাকে, সাধারন মানুষের কি অবস্হা বুজতেই পারছেন।
শেষে দু্ঃক্ষিত, সত্য/মিথ্যা কিসুই জানিনা।(আমি কা্উকে ছোট করতে চাই নাহ), সত্যটা জানতে চাই।সবশেষে সত্য চিরকালেই সুন্দর এবং জয়ী হয়।
সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




