মজার ব্যাপার হচ্ছে একটি মুভিতে আমরা বেশিরভাগ সময় একজন নায়ক দেখতে পাই।কিন্তু এখানে কোন নায়ক নাই তাই ভিলেনরাই নিজেদের খেয়াল খুশি মতো অ্যাকশান করে যাচ্ছে।
আজ আমদের আমজনতার দরকার একজন নায়ক যে তাদের কে এই ভিলেনদের হাত থেকে নিস্তার দিবে।
দেশ শাসনকে গুপ্তধন অর্জন এর মতো করে দেখছে বলেই আজ এত কামড়াকামড়ি । হাতে কোন কাজ না থাকলে বসে এই মুভিটা উপভোগ করুন।আগামিকাল ভাল লাগার মতো অ্যাকশান দেখতে পাব বলে আশা রাখছি।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




