বাংলাদেশের একটি পুরোপুরি নৈরাজ্যপূর্ণ জঙ্গিরাষ্ট্রে পরিনত হওয়ার সামনে যে জিনিসটি আজ শেষ প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে তা হল দেশটির জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" গানটি।
গানটি যখনই শুনি বুকে মোচড় দিয়ে, চোখে জল আসে। এই এত অসুবিধের মধ্যেও কখনও বাংলা ছেড়ে যাবার কথা না ভাবার অন্যতম শেকড় এই গান। আমার দাদুর প্রিয়, আমার বাবার প্রিয় আমার মায়ের প্রিয় এই গানটি। আজ কাজে বেরোনোর সময় গানটি চালিয়েছিলেম আমার গাড়িতে। আমার চালক আমায় গন্তব্যে পৌঁছে দিয়ে জিজ্ঞেস করল, স্যার কোন সমস্যা হয়েছে নাকি, আপনাকে দেখলাম কেঁদে যাচ্ছেন!
হয়ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল করা হবে। দেশের মাটিতে মা বলে ডাকা, মায়ের সাথে নিবিড় অনুভূতির এরকম গান জেহাদীদের পছন্দ হবে না এটাই স্বাভাবিক। কিন্তু খারাপ লাগে বাংলাদেশের এক বন্ধুর কথা ভেবে। যিনি তাঁর দুই ছোট ছোট পুত্র কন্যাকে নিয়ে কয়েক বছর আগেই কলকাতায় এসেছিলেন শুধুমাত্র জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেখানোর জন্যে।
#জাস্টিস_ফর_উৎসব_মন্ডল