খবরে দেখলাম বাংলাদেশের ১০ টি ব্যাঙ্ক নাকি দেউলিয়া ঘোষণা হয়ে যাচ্ছে!
১) আইএফআইসি ব্যাংক,
২) বেসিক ব্যাংক,
৩) অগ্রণী ব্যাংক,
৪) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,
৫) রুপালী ব্যাংক,
৬) বাংলাদেশ কমার্স ব্যাংক,
৭) ঢাকা ব্যাংক,
৮) ন্যাশনাল ব্যাংক,
৯) সাউথইস্ট ব্যাংক,
১০) স্ট্যান্ডার্ড ব্যাংক।
উপরের এই ব্যাংক গুলো দেউলিয়া হয়ে গেলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হতে পারে, সেটা একবার গেনজী (Gen_Z) জিহাদিরা কি ভাববে ?
এ প্রসঙ্গে আমার বক্তব্য :
নোবেল পাওয়া আর দেশ চালানো এক নয় !
তাহলে ভারতের ১০ জন নোবেল পেয়েছে তাদের সবাইকে ধরে ধরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করে দেওয়া হতো।
প্রত্যেকটা সরকারের একটা এজেন্ডা থাকে ।
মুদ্রাস্ফীতি কিভাবে কমবে, দেশের জিডিপি কিভাবে বাড়ানো যায়, বিদেশি বিনিয়োগ কি করে টানা যায়,
কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় ।
কিন্তু এসবের পরিবর্তে আমরা দেখলাম
জাতীয় সংগীত কিভাবে চেঞ্জ করা যায় ,
জাতীয় পতাকা কি করে চেঞ্জ করা যায় ,
পতাকার মাঝখানে লাল কেন ,
ইলিশ মাছ না দিলে প্রতিবেশী দেশ না খেয়ে মরবে।
দেশের উন্নয়নের জন্য কোন এজেন্ডার শুনলাম না।
একটা সরকারের কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে আগামী ১০ বছরের উন্নয়নের রূপরেখা।
ফলে মালদ্বীপের মত দেউলিয়া হতে আর বেশিদিন লাগবে না।
মালদ্বীপ আগে বলতো ইন্ডিয়া আউট ।
আর এখন ভারতের প্রত্যেক শহরে শহরে এসে বলছে
ইন্ডিয়া ওয়েলকাম।