পরাৎপর
এসে দ্যাখা জীবনের ক্ষণ
এখন শূন্যতায় আমি না থাকায় মন
দেখেছি আমায়
কার অন্তরে কোন্ আলো জন্মায়
হায় তবু নিঃশেষ হয় সময়
জ্যোতিষ্ক প্রভা জাগে দিগন্তময়
হাসি সূর্যালোকে আমি -নেই পৃথিবীর
ভাবনা মলিন হয়ে পৌষের শিশির
ভেজা হৃদয়
আমায় সভ্যতা সে আমার হয়
হই ধরনীর সরণী সঞ্চিত ব্যথায়
পথের গুল গুলো সে আমি এথায়
দেখেছি আমায়
বিধানে আমায় আমি বিধি জন্মায়।
আনসারী মাহমুদুল হাসান- এর ‘কাব্যগুচ্ছ’ থেকে সংগৃহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



