রাঙ্গামাটি জেলার কাইপ্তাইয়ে টেক্সি চালক কালু মিয়া (২৫) কে খুন করেছে জেএসএস সন্ত্রাসীরা। গতরাত ১১টার পর এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে সন্ত্রাসীরা। আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই মোড়ালি পাড়া বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকা থেকে কালু মিয়ার লাশ এবং তার টেক্সি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নয়ন মারমা নামের এক উপজাতীয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, বেদশ পিটিয়ে অবশেষে শাসরোধ করে হত্যা করা হয়েছে কালু মিয়াকে।
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা চেয়ারম্যান নির্বাচন। এখানে মোট ভোটার আছেন ৪০০০০ (চল্লিশ হাজার) প্রায়। এর মধ্যে উপজাতীয় ভোটার ১৩০০০। চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। ২জন বাঙালি, একজন জেএসএস সমর্থিত উপজাতীয় প্রার্থী। বাঙালি প্রাথী ২জন হওয়ার পরও বাঙালি চেয়ারম্যান প্রার্থী দিদার হোসেন-এর জয় লাভের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে জেএসএস উপজাতীয়দের সকল ভোট নিজেদের বাক্সে ফেলার চক্রান্ত হিসেবে এই কালু মিয়াকে হত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


