Yummy Yummy Chicken Crispy Spicy Recipe টা কম খরচে বাসায় বানাতে চাইলে যা যা লাগবে।
১. মুরগী ১ কেজি।
২. ডিম ১ টা।
৩. গোল মরিচ গুড়া, সাদা/ কালো।
৪. কেপসিকাম গুড়া। (সুপার শপ এ পাবেন )
৫. টেম্পুরা ফ্লাওয়ার। ( সুপার শপ এ পাবেন )
৬. ভেজিটেবেল ওয়েল।
৭.লবন।
৮. দুধ হাফ কাপ।
৯. পিয়াজ বাটা।
১০ । ব্রেড ক্রাম্ব। ( সুপার শপ এ পাবেন )
প্রথমে মুরগি ধুয়ে কেটে পিস করে নিন।
তারপর গরম পানিতে সেদ্ধ করে ডিম, গোল মরচি, পিয়াজ বাটা, কেপসিকাম এর গুড়া, লবন পরিমান মতো, দুধ দিয়ে ভাল মতো মিশিয়ে ফ্রিজ এ ৬/৭ ঘন্টা রেখে মেরিনেট করে নিন।
টেম্পুরা ফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব পরিমান মতো ,কেপসিকাম এর গুড়া এবং ১ টেবিল চামচ কনফ্লাওয়ার সহ পরিমান মতো লবন এবং গোল মরিচের গুড়া মিশেয়ে নিন।
Chicken টা ফ্রিজ থেকে বের করে টেম্পুরা ফ্লাওয়ারের এর মিক্সচার টার সাথে মিশিয়ে ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় ভেজিটেবেল ওয়েল এ Chicken ভেজে নিন।
ব্যস হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



