অপয়া সময় রাজশাসকের বেশে
ভালোবাসারা আটকে পড়া ফাঁদে,
শেষ হাসিটার চিহ্ন মুছে ফেলে
ধূসর আকাশ মুখ লুকিয়ে কাঁদে।
বিষাদ কাতর ডানায় ভর করে
বিদায় নিয়েছে শান্তিদূত শত,
শকুন চোখে কুৎসিত লোভ গন্ধ
গ্রাস করে নেয় শুভ-শুভ্র যত।
শেষ আশাটার আলোও গিয়েছে নিভে,
চারপাশে তাই জাপ্টে ধরে ভীতি,
মৃত গোলাপের গন্ধ বুকে নিয়ে
স্বপ্নগুলোর দুঃস্বপ্নে ইতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




