বেশ কিছু সস্তা ওয়েব হোস্টিং ব্যবহার করার অভিজ্ঞতা ও অন্যদের অভিজ্ঞতা নিয়ে লিখছি।
অনেকেই প্রথম প্রথম ওয়েবসাইট খোলার জন্য গুগলে সস্তা ওয়েব হোস্টিং খুঁজেন, এবং তারা একটা নির্দিষ্ট বাজেটে কী কী সুবিধা প্রদান করে তা তুলনা করে, সবচে লাভবান হোস্টিং(!) কিনে ফেলেন।
যারা একটু অনুসন্ধিৎসু, তারা হোস্টিং কোম্পানিগুলো সম্পর্কে বিভিন্ন ফোরাম, ব্লগ এ মতামত পড়েন। কিন্তু তা পড়েও ঠিক বোঝা যায় না কোনটা ভালো। কারন সব সস্তা কোম্পানিগুলো নিজেদের সম্পর্কে ভালো ভালো কথা আর অন্যদের সম্পর্কে হাজারটা খারাপ উদাহরন তুলে ধরে! এসব দেখলে বুঝতে সমস্যা কোনটা আসল ক্রেতা আর কোনটা নকল।
অনেক ধরনের প্রলোভনের মধ্যে কিছু তুলে ধরছিঃ
১। Unlimited Bandwidthঃ স্পীড এতই কম দেবে যে জীবনেও আনলিমিটেড এর স্বাদ পাবেন না। অনেক নামি-দামি কোম্পানি দিন এ ১০০০০ ফাইল এর বেশি ডাউনলোড হলে একাউন্ট এ বাতিল করে দেবে (the famous godaddy!)। একটা ওয়েব-পেজ এ সব ছবি এক একটা ফাইল। এবার হিসাব করে দেখুন আপনার সাইটে কতজন মানুষ আসবে প্রতিদিন, কতোগুলো পেজ দেখবে, আর তাতে কতো গুলো ফাইল হিট হবে!
২। Unlimited Web spaceঃ অনেকে ধরা খান ফাইল হোস্ট করতে গিয়ে। হোস্টিং করার পর অনেক ফাইল জমে গেলে কোন নোটিশ ছাড়াই আপনার সাইট অফ করে দিতে পারে। তখন খোঁজ নিলে জানতে পারবেন হয় তাদের সর্বোচ্চ ফাইল সংখ্যা ১ লাখ, কিংবা তারা ওয়েবসাইট সম্পর্কিত ফাইল ছাড়া অন্য কোন ফাইল রাখার অনুমতি দেননা (ডাউনলোড করার জন্য ফাইল তাদের দৃষ্টিতে অসম্পর্কিত ফাইল)। এটা কোথাও লেখা পাবেন না!
৩| 24h/7 online supportঃ প্রথম কিছুদিন অন-লাইন চ্যাট, ফোন, ইত্যাদি সাপোর্ট দিলেও পড়ে দেখবেন সেটা হয়তো এক মাসের জন্য ফ্রী! এরপর থেকে টাকা দেয়া লাগবে! এটা একাউন্ট খোলার সময় জানতে দেবে না! জীবনের প্রথম হোস্টিং এ এই অভিজ্ঞতা (ixwehhosting)। কিন্তু ওদের অন্যান্য সুবিধা অসাধারন।
তবে আমার বর্তমান হোস্টিং (ipage) পুরো বছর ফ্রী দিয়েছে। এর মানে এই না যে আগামি বছরও ফ্রী দেবে। কারনটা জানতে হলে পড়তে থাকুন।
৪| free domain nameঃ ipage -এ সাইন আপ করার সময় লেখা ছিলো ফ্রী ডোমাইন নেম প্রতিটা একাউন্টের সাথে। আমার রিনিউ করার সময় হয়ে গেছে। এখন তারা বলছে ফ্রী শুধুই প্রথম বছরের জন্য, এর পর থেকে প্রতি বছরের জন্য এক্সট্রা ১১ ডলার গুনতে হবে! এটাও লেখা থাকেনা!
৫! রিনিউ করার ফী কোথাও লেখা পাবেন না। আমি কিছুদিন আগে এটা লেখা না দেখতে পেয়ে সাপোর্টের সাথে চ্যাট করলাম। একাউন্ট আবার অটোমেটিক্যালি রিনিউ হয়, ম্যানুয়ালী করা যায় না! তো সন্দেহ হলো ঠিক কতো কাটবে। শুধু মাত্র হোস্টিং এর জন্য প্রতি মাসে ৮ ডলার হারে কাটবে যেখানে আমি সাড়ে ৩ ডলার এ অনেক-কিছু পেয়েছি। অন্যান্য সব-কিছুর জন্য আলাদা টাকা দিতে হবে! আমি না কথা বললে ওরা আমার অজান্তে ক্রেডিট কার্ড থেকে কেটে নিতো! ওদের ছেড়ে অন্য কোথাও যাবার হুমকি দিয়ে সেটা ৪ ডলারে নামাতে পেরেছি! কিন্তু ডোমেইন এর জন্য আলাদা খরচ করাই লাগবে।
কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন সস্তা হোস্টিং কেনার আগেঃ
১। fixed bandwidth, fixed web-space এর হোস্টিং কিনুন হিসাব করে। এগুলোতে স্পীড, সার্ভিস ২ টাই ভালো পাবেন।
২। প্রয়োজন অনুযায়ি বাজেট করুন।
৩। সাধারন কিছু বুদ্ধি কাজে লাগান। দুনিয়াতে ফ্রী কেউ কিছু দেয় না! আপনার যতোটুকু দরকার ঠিক ততোটুকু যে দেয় তাকেই বেছে নিন।
৪। ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পাসওয়ার্ড পরিবর্তন করুন। অনেকেই না বলে বিভিন্ন সার্ভিস অটোম্যাটিকালী রিনিউ করে নেবে।
৫। warez, porn, ইত্যাদি যারা হোস্ট করে তাদের এড়িয়ে চলুন। এতে ২টা অসুবিধা। যদি আপনার ডেডিকেটেড আই-পি না থাকে তাহলে ঐ আই-পি আরো অনেক সাইট ব্যবহার করবে, ফলে আই-পি ব্যান হলে আপনিও ব্যান! আরেকটা অসুবিধা হলো ভাইরাস ছড়ানো। যারা কন্টেন্টের ব্যাপারে সচেতন তারা সিকিউরিটির জন্য ভালো। আমার fasthost হোস্টিং এ একবার ভাইরাস এটাক হয়েছিলো।
৬। অটোম্যাটিক রিনিউগুলো চেক করুন। যেগুলা ম্যানুয়াল করা যায় সেগুলো ম্যানুয়ালী করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



