
স্যার?
বলো।
খুব মন খারাপ লাগছে।
বুঝতে পারছি।
তবুও
কথা বলতে পারবে না।
কেন?
আমার মেরুদণ্ডহীন কিছু আহাম্মক
গ্রামবাসী পছন্দ করসেনা তাই।
আপনি আমার আইডল।
আপনাকে অনুসরণ করি।
হতাশ করবেন না স্যার।
চুপ থাকো।
যা বলছি তাই শোনো।
কিন্তু এমন হুকুম আপনার সাথে যায় না।
আপনার ব্যক্তিত্ব শ্রদ্ধা করার মত।
তুমি আবার কথা বলছো?
বললাম না চুপ থাকতে?
এক কথা এতবার বলতে হয় কেন তোমাকে?
মুখে কথা বলতে পারব?
না।
রাস্তায় নেমে জালিম রাজার বিরুদ্ধে কথা বলতে পারব?
না।
অনলাইনে নোংরাদের বিরুদ্ধে
লিখতে পারব?
না।
এগুলো কি বলছেন?
আপনি কি আপনি আছেন?
আপনি ২ লক্ষের বেশি মানুষের অবিভাবক।
ওরা আপনাকে সম্মান করে।
শ্রদ্ধা করে।
ভালোবাসে।
আস্থা রাখে।
শোন বাচা তবে;
রাজপথ স্বৈরাচারীদের দখলে।
সেথায় গেলে তোমাকে মারবে।
অনলাইন ধর্ষক গালিবাজ জারজ বেয়াদবদের দখলে।
সেথায় লিখলে
ওরা কুকুরের মতো করে
বিষ দাত বসিয়ে দিবে।
তবে বেঁচে থেকে লাভ কি?
শহীদ মিনারে গিয়ে
গলায় দড়ি দেই।
একটা প্রতিবাদ অন্তত হবে।
নারে বাচা
তুমি উল্টো করে লিখ।
তুমি তো লিখতে জানো।
মেধাবী।
আহাম্মকরা তোমাকে আটকাতে পারবেনা।
ব্রেন ইজ এভ্রিথিং।
তুমি বরং এভাবে লিখঃ
"চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম। "
স্যার উপরের ছবিতে দেখুন,
ফ্যাশনের মঞ্চে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে। ক্লাসি লাগতেসে না দেখে? এখানে যদি পাঁচটা রামছাগল তুলে দেয়া অনেক বিশ্রী লাগবে। আমি কোন ভাবেই কাউকে ছোট করছি না। বলতে চাচ্ছি কারো নিজের ক্লাস ও স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করা ঠিক না।
তুমি অভিভাবক না আমি?
আপনি স্যার।
আমার চেয়ে বেশি বুঝলে বিপদ।
তুমি চুপ থাক।
শিরোনাম জেমসের গান। গানটি শুনুন।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




