
সবাই জানি,৩ বছর হলি আর্টিজানের জঙ্গি হামলার নিন্দনীয় ঘটনার উপর নির্মিত 'শনিবার বিকেলে' সেন্সর বোর্ডে আটকে রাখা হয়েছিল, এবং সম্প্রতি নির্মিত 'হাওয়া' সিনেমাটাও মামলা খেয়েছে বন্য প্রাণী ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত হওয়ার জন্য।
এই নিয়ে 'শনিবার বিকেলের' পরিচালক জনাব মোস্তফা সরওয়ার ফারুকী দীর্ঘদিন ধরে, প্রতিবাদ করে আসছেন। এমনি কি 'হাওয়ার'পরিচালক জনাব সুমনের পক্ষেও তিনি দাঁড়ান। এবং অনেকবার লিখেন। ফলে সরকারের তথ্য মন্ত্রণালয় একটি সম্মানজনক সিদ্ধান্ত গ্রহণ করে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানালেন ছবিটি মুক্তির উপায়।
আজ সোমবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, শিল্পী ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী ‘শনিবার বিকেল’-এর সেন্সর ছাড়পত্র ও ‘হাওয়া’ ছবির বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে কথা বলেন।
বৈঠকে ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে হওয়া আলোচনার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকায় হলি আর্টিজানে যে হামলা হয়েছিল, সেই ঘটনার ওপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সেখানে দুজন পুলিশ অফিসার মারা গেছেন এবং আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে জঙ্গিদের দমন করেছিল। সেন্সর বোর্ডের অভিমত, সেই বিষয়গুলো সিনেমাটিতে আসেনি। সেজন্য এই দৃশ্যগুলো সংযোজন করতে বলা হয়েছে। সেটি তারা কিছুটা করেছে বলে আমাকে জানিয়েছে। কিন্তু সেটিও যথেষ্ট নয়।’
মন্ত্রী বলেন, ‘তারা (শনিবার বিকেল সংশ্লিষ্টরা) আপিল করেছিল। আপিল কর্তৃপক্ষ সিনেমার পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেবে কী কী সংযোজন করা প্রয়োজন। সেগুলো সংযোজন হলে আমি মনে করি এই সিনেমা রিলিজ করার ক্ষেত্রে যে সমস্যা আছে, সেটি কেটে যাবে।’
সুত্র ও ছবি - আমাদের সময়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




