
ছবি - আমি।
ফ্যাশন মিডিয়া নিয়ে যাদের বিন্দু পরিমাণ ধারণা আছে তারা ফ্যাশন মডেল হিসেবে "মেঘলা মিজান মুক্তা " এক তুমুল জনপ্রিয় নাম এই ব্যাপারে নিশ্চিত । সাধারণত ফ্যাশন মিডিয়া থেকে যারা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে প্রবেশ করেন তাদের প্রত্যেকেই ভালো করেন। যেমন - সাদিয়া ইসলাম মৌ, তানজিন তিশা, নোবেল, নাজিরা আহমেদ মৌ সহ আরও শত শত।
এবার ঈদে চ্যানেল আইতে দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্ম এর "পায়ের ছাপ "। মুভিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে এই তুখোড় মেধাবী ফ্যাশন মডেল।
নাটক সিনেমায় অভিনয় করেন কিংবা মডেলিং করেন এদের মধ্যে অল্প কিছু মানুষ সম্পর্কে ব্লগে লিখি যাদের সাথে ব্যক্তিগত ভাবে আমার সম্পর্ক খুবই ভালো। উনারা আমার শহরে আসেন আমার শো তে অতিথি /আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। প্রত্যেকে আমার খুব ভালো বন্ধুও।
বন্ধুদের মধ্যে কেউ ভালো করলে সত্যি প্রাউড ফিল হয়।বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাতে তাকে দেখা গেছে কয়েকবার। হঠাৎ করে তেলেগু সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছিল মেঘলা।সেখানে দুর্দান্ত অভিনয় করেছে সে।
পায়ের ছাপ একটি নারীকেন্দ্রিক সিনেমা। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই সিনেমার কাহিনি।
অনেক আগে এই ব্লগে একবার লিখেছিলাম " তাসনিয়া ফারিন " একদিন দেশ সেরা অভিনেত্রী দের একজন হবে। সে হয়েছে। সে বর্তমানে দেশের শীর্শ অভিনেত্রীদের মধ্যে একজন।
আজ লিখলাম আমার খুবই প্রিয় মারাত্নক মেধাবী মডেল ও অভিনেত্রী "মেঘলা মিজান মুক্তা " কে নিয়ে। আমি বিশ্বাস করি সে খুব ভালো অভিনয় করে সকলের মন জয় করবে এতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় পাঠকদের আসন্ন ঈদে ইমপ্রেস টেলিফিল্ম পরিচালনা করা "পায়ের ছাপ " সিনেমাটার অবশ্যই দেখার অনুরোধ রইল।
কয়েকদিন আগে আমার প্রতিষ্ঠান এর ৬ বছর পূর্তিতে মুক্তা এসেছিল। দুইদিন ছিল। ওর সাথে কাটানো প্রতিটি মুহুর্ত উপভোগ্য ছিল।
ছবি: টিএসবির ৬ষ্ট বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছে তুখোড় মেধাবী মেঘলা মিজান মুক্তা।
মুভিটির ট্রেলার দেখুন। গান গুলো মারাত্মক সুন্দর.।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




