যাক কি মনে কইরা আজকে একটু লিখার ইচ্ছা জাগলো
আমার এক ফ্রেন্ড ওর একটা কনফারেন্স পেপার প্রেজেন্ট করতে গেছে জাপানে। কনফারেন্স টা এটেন্ড করার পিছনে একটা প্রেরণা ছিলো এরিক ডেমেইন এর সাথে সাক্ষাত।ঐখানে এই লোকের ও একটা পেপার আছে । এইখানে দেখুন
উনার ওয়েবপেজ
আসল কথা এইটা না।এই লোক এর প্রোফাইল টা দেখেন।
হোম স্কুলড,১২ বছর বয়স এ ইউনি তে ঢুকছেন,১৪ বছর এ বেচেলর ডিগ্রী, ২০ বছর বয়স এ MIT ফেকাল্টি হওয়া
এদের দেইখা মাঝে মাঝে মনে হয় কই আছি আমরা ?
কেমনে সৃষ্টি হয় একজন এরিক ডেমেইন এর ?
ব্লগ এর অনেকেই বিশ্বের অনেক ভালো ভালো ইউনিতে আছেন অনেক ভালো ভালো ফেকাল্টির সান্নিধ্যে ও মনে হয় আসছেন ।
নিজেদের ফিল্ড এর কিংবা পরিচিত এরকম ফেকাল্টি কিংবা ক্লাসমেট এর কথা তুইলা ধরলে অনেকের মধ্যে ভাল কিছু করার ইন্সপিরেশন যেমন আসবে তেমনি অন্তত এই বোধ টা সৃষ্টি হবে অনেক কিছুই করার আছে, সৃষ্টিশীলতার অনেক দিক ই আছে।অনেক দিকনির্দেশনা ও তারা পাবেন।
এইটাই বা কম কি ?
আমি গুছিয়ে লিখতে পারিনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




