সেই পুরানো গল্প। যা প্রায় ৫০/ ৬০ বছর ধরে বাংগালী জানে। তাই আজ উপস্থাপন করছি।
এক ছাত্রকে একক দশক শিখতে দেয়া হয়েছে , সে আবার যত টুকু বিদ্ব্যুৎসাহী তার চেয়ে শতগুন উৎসাহী খাবারের ব্যাপারে।
তাকে শেখান হচ্ছে একক, দশক, শতক----- সে বলছে, একক, দশক, শতক, হাজার, অজুত, লক্ষী, সরস্বতী,---
(লক্ষ না বলে ছাত্রটি এখানে লক্ষী বলেছে লক্ষী যেহেতু দেবী তবে আর কি দেবীই চলুক!!!):
তারপর বলছে--- লক্ষী, সরস্বতী, গণেশ, কার্তিক, অগ্রাহণ---
( কার্তিক মাসও বটে, তাই চলে গেছে আগ্রহায়ন পৌষে)
অগ্রহায়ণ, পৌষ, মাগ ছেলে -পিলে, (মাঘকে আমরা মাগই বলি আর যেহেতু মাগ তার থেকে ছেলে পিলে,)
পিলে, জ্বর, সর্দি, কাশী----'
(তার থেকে যাবতীয় তীর্থ)
কাশী, মাথুরা, বৃন্দাবন, গয়া, পুরী---'
পুরী, সন্দেশ, রসগোল্লা, মিহিদানা, বোঁদে, খাজা, লেডিকিনি---'
ব্যাস! আর কি চাই এত ভালো ভালো খেয়েও আপনাদের মন ভরলো না।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৯ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



