সেই পুরানো গল্প। যা প্রায় ৬০/৭০ বছর ধরে চলে আসছে আমাদের মুখে মুখে তারই কিছু লিখছি।
------ কি গোরা লাগাইলায় মিয়া! আইল সক্কলের পিছনে?
কুট্টি দমবার পাত্র নয়। বলল
---------- কন্ কি কত্তা! দ্যাখলেন না, যেন্ বাঘের বাচ্চা-- বেবাকগুলিরে খ্যাদাইয়া লইয়া গেল।
---- ভাড়াতো দ্যান কুল্লে পাঁচটি টাকা।
এই গল্পটি পশ্চিম বাংলায় যে ভাবে প্রচলিত তা হল--
এক পয়সার তেল
----এক পয়সার তেলে মরা মাছি থাকবে না তো কি তুমি মরা হাতি আশা করে ছিলে।
এটার রাশান গল্পটি হল
এক কপেকের রুটি কিনে এনে ছিড়ে দেখে তাতে একটুকরা ন্যাকড়া। দোকানীকে জানাতেই সে বলল ---এক কপেকের রুটির ভিতর কি তুমি আস্ত একখানা হীরের টুকরা আশা করে ছিলে?
এই গল্পের ইংরেজী সংস্করণ ও আছে
------ এক শিলিং এর মোজা তে কি আপনি ম্যাদাম, একখানা রাজকীয় মার্বেল স্টেয়ারকেস আশা করেছিলেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



