সেদিন কি এমন বৃষ্টি ছিল, যাহ্নবী ছিল উত্তাল;
বাহিরের উন্মাদতা; কি ছিল সেই কোষ্টে,
আমি দেখেছিলাম তার হাহাকারে
হৃদয় থেকে যে নদী উৎসারিত।।
সেই চেনা চিরপরিচিত, আজ নিলীমার
প্রাচীরের ওপাড়ে; আকাশ তার
শেষ পেতে চায় দিগন্তে মিশে।
সেই শেষ ছোঁয়াতে আনুভব কি ছিল।।
আমি প্রতিক্ষায় থাকি
প্রহর প্রহর পার হয়ে যায়
সেতো কই আর আসেনা
নাকি আসে, আমি তারে পাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



