কখন ভেবো না আমি শেষ হয়ে গেছি।
যদি ফুরিয়ে যেতেই হয় তবে তুমিই হয়েছো
আমি বেচেঁ আছি!
আর সর্বক্ষণ আমার এই মৃত দৃষ্টিহীন চোখ দিয়ে একটি কথাই আমি বারবার, বারবার জানতে চাইব,
তোমার ঘুমে আমি হানা দেব।
তোমার মধুর স্বপ্নকে আমি রাতের বিভীষিকায় পরিণত করব
আমি তোমার জীবন দূর্বিষহ করে তুলবো।
তুমি কোন পথে ধরে চলতে পারেব না,
তুমি কোন উদ্যানের সবুজ উপভোগ পারবে না,
তুমি কোন যাদুঘরে যেতে পারবে না,
তুমি খেতে পারবে না
তুমি কাজ করতে পারবে না।
কারণ তোমাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে
যতদিন আমার মনের মত উত্তর না পাব,
ততদিন আমার মৃত্যু নেই।
আমি মরতে জানি না
আমার এই প্রশ্ন কিছু পাবার জন্য নয় কিংবা পৃথিবীর বুকে বাঁচার জন্য নয়।
তোমাকে এ প্রশ্ন জিজ্ঞেস করছি ,কারণ
এখনও আমার গালে তোমার স্পর্শ লেগে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


