কিছু চিহ্ন রেখে যেতে চাই ;
হোক না তা নিতান্ত ক্ষুদ্র , গুরুত্বহীন ।
ক্রোমোসোমের মতো বাহক হয়ে চলুক না পথচলা ।
নাম দিয়ে তো আর মানুষ চেনা যায় না ;
তাই কিছু কাজ আমার চাই ।
ঐ যে যুদ্ধাহত ভাইয়েরা ভঙ্গুর জীবন বাঁচাতে অস্থির ;
ঐ যে পথশিশু কাঁদতে কাঁদতে হারিয়েছে অশ্রু ;
ঐ যে বঞ্চিতের দল করছে হাহাকার ;
তাদের কল্যাণেই তো অমর হওয়ার উপায় সুপ্ত ।
তাই কিছু কাজ আমার চাই ।
যুগ থেকে যুগান্তরে এগিয়ে যাচ্ছে সমাজ ,
মানুষেরা কেন তবে পিছু হটছে ?
কেন হারিয়েছে ধর্ম ? কেন হারিয়েছে কর্ম ?
কেন হারিয়েছে পবিত্রতার শৃঙ্খল ?
তাই কিছু কাজ আমার চাই ।
অতীত থেকে বর্তমান - যতদূর দেখা যায়... ।
শোষণের সংজ্ঞা যেন রঙ বদলায় ।
শোষকের স্বরূপ যেন যায় না চেনা ।
কিন্তু শোষিতের সেই আগের রূপ ;
চোখে সেই জল , মনে সেই বেদনা ।
তাই কিছু কাজ আমার চাই ।
রক্তের মূল্য না দিয়ে
প্রাচুর্যের পাহাড়ে দাঁড়িয়ে
নিজেকে তো অস্বীকার করা যায় না ।
সকলে কেন তবে এমনটি করে ?
তাই কিছু কাজ আমার চাই ।
নিভৃতে আজ কাঁদে সত্য ।
অমরের কান্না তো অনভিপ্রেত ।
সত্যই সুন্দর ।
মিথ্যার পতন তো সময়ের ব্যাপার ।
তাই কিছু কাজ আমার চাই ।।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



