পৃথিবীর সব ফুলগুলো আমার ছিল ।
কে যেন ছিড়ে নিলো সেগুলো !
পাপড়িগুলো যেন বড় রিক্ত,অসহায় ।
স্বপ্নগুলো সব আমার ছিল।
আর কেন আমার থাকলো না ? কেন ভেঙে গেল ?
হয়ে গেল খানখান।
স্মৃতিরা তো আমার ছিল।
কেন মুছে গেল ? কেন ছেড়ে গেল আমায় ?
আমি আজ স্মৃতিহীন ।
পূর্ণতা তো আমার ছিল।
কে আমায় অপূর্ণ করলে ? শূণ্যতার চাদর কে পড়ালে আমায় ?
এ চাদর তো আমি চাইনি।
স্বাধীনতা তো আমার ছিল।
কে মোরে দিলে পরাধীনতা ? শৃঙ্খল কেন দিলে ?
আজ আমি বন্দী।
কবিতাগুলো যে আমার ছিল।
কেন সেগুলো বিদ্রোহী হল ? কেন আগুন জ্বালে হৃদয় ঘরে ?
পুড়ে ছাই হল কবি।
ছন্দগুলো সব আমার ছিল।
অমিলের ধ্বনি কেন প্রতি চরণে ? কেন বিরহের সুর ?
বিসদৃশ হল ধরণী।
চাঁদটা তো আমার ছিল।
কেন তুমি আসলে কালো মেঘ ? অমাবস্যার ঘোর কেন আজ ?
কিছু যে দেখি না আমি।
ভালোবাসা তো আমার ছিল ।
কেন তা ঘৃণা হল ? কেন মিথ্যাটা চলে এল ?
ভেঙে গেল মন।
সততা তো আমার ছিল।
কেন তোমরা মারলে চাবুক ? কেন মোরে করলে বশ ?
আজ আমি স্বার্থপর।
ঐ যে নদী ,আমার ছিল।
কে তার জল শুষে নিল ?
চর পড়লো তাই। বড় রুক্ষ,বড় নি®প্রাণ কঠিনতা! তুষার
অতীত আমারও ছিল।
কেন মুছে দিলে বর্তমান ? ভবিষ্যতের নামে কেন ছলনা ?
ঘড়ির কাঁটা যে থামতে চায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



