আকাশে পাখি ওড়া দেখিনি বহুদিন... ।
নিজেকেই তো বন্দী ভাবি ;
মুক্ত বিহঙ্গ নাই বা দেখলাম , স্বাধীনতাকে অপমান নাই বা করলাম ।
প্রাণপাখি তো পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে রইল ।
স্বপ্ন দেখিনি কতদিন ?? রঙিন কিংবা বিবর্ণ ।
আশাগুলোর ভাঙা টুকরোতে কেটেছে হৃদয় ;
তাই তো চোখের তারায় স্বপ্নেরা আসেনা ।
স্বপ্ন নাই বা দেখলাম ।
পথের উপর যে শিশু বোঝা বহন করে -- সে তো স্বপ্ন দেখে না ; দেখতে পারে না ... ।
সূর্যোদয় দেখিনি কতকাল ??
তবে অস্তরবি কেন দেখি !!
দিনান্তে ঘরে ফিরে রবি -- ক্লান্ত , বড় বিষন্ন ।
নাই বা সূর্যোদয় চোখে পড়ল ; রাতের আকাশে তারাগুলো সাথে রইল ।
প্রাণ খুলে কাঁদিনি কতদিন ??
চোখের নদীতে যেন ভাটা পড়েছে ।
মরুতে যেন ফণিমনসা চেয়ে আছে আকাশের দিকে ...
কবে আসবে বর্ষা ?
কিন্তু বর্ষা আসে না ।
কবিতা লিখিনি বহুদিন ... ।
ছন্দেরা একে একে দূরে চলে যায় ;
শূণ্য ডায়েরি পড়ে রয় ।
নাই বা হল কবিতা ।
প্রতিটি শূণ্যতা থেকেই কবিতার জন্ম হয় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



