২৫ এপ্রিল ২০১০
সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর ‘প্রথম কেন্দ্রীয় সম্মেলন ২০১০’-এর সফল সমাপ্তি
মাসুদ খান আহাবায়ক এবং রাতুল বারী সদস্য সচিব নির্বাচিত
জনজীবনের সর্বক্ষেত্রে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তোলা এবং সাম্রাজ্যবাদী-স¤প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়নের ঠিকাদার, দেশবিক্রেতা সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম বেগবান করার আহ্বান জানিয়ে শেষ হলো জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর প্রথম কেন্দ্রীয় সম্মেলন ২০১০।
গত ২৩ এপ্রিল ২০১০, সম্মেলনের উদ্বোধন করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর।
ঢাকার পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনসহ মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত এই সম্মেলন রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট গ্রহণ করে।
সম্মেলন অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির বিশ্লেষণ ও সংশ্লেষণ করেছে। তার ভিত্তিতে সম্মেলন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, কেবল বক্তৃতা-বিবৃতি, ব্যাখ্যা ও প্রতিক্রিয়া প্রদর্শনে আটকে থাকলে আজ বিপ্লবী সংগ্রাম ও সংগঠনের অগ্রগতি সম্ভব নয়। এই সীমাকে অতিক্রম করতে হবে। তাই সম্মেলন জনগণের চলমান সংগ্রামকে সংগঠিত করা এবং বিপ্লবী ক্ষমতা দখলের সংগ্রাম গড়ে তোলার জন্য মাঠে-ঘাটে-রাজপথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কর্তব্য ও পথ-নির্দেশ নির্ধারণ করেছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা বিপ্লবী উদ্দীপনার সাথে সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁরা প্রাণবন্ত আলোচনায় এ সম্মেলনকে সংগ্রামী ঐক্যের সম্মেলনে পরিনত করেন।
সম্মেলন মাসুদ খানকে আহ্বায়ক, এহতেশাম উদ্দিন ও শারমিনুন নাহারকে যুগ্ম আহ্বায়ক এবং রাতুল বারীকে সদস্য সচিব ও হিম রায়কে যুগ্ম সদস্য সচিব করে ২৩ সদস্যের কেন্দ্রীয় আহাবায়ক কমিটি নির্বাচন করে। একই সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিও নির্বাচন করা হয়।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরাফাত আরা (অর্থ সচিব), ইমাম হোসেন (প্রকাশনা সচিব), স্যামুয়েল সাঈদ (দপ্তর সচিব), আবুল কালাম আজাদ, মোহম্মদ মানিক মিঞা এবং জাকির হোসেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে নির্বাহী সদস্যবৃন্দ ছাড়া আরও নির্বাচিত হয়েছেন; মোহম্মদ ইসমাইল, আব্দুল মতিন, আব্দুল জলিল, এস. হাবিবুর রহমান, আবু সাদেক চৌধুরী, নূর-এ-আজম দীপু, মাসুদুর রহমান, আরশাদ আলী, সাজ্জাদ জাহিদ, বিপ্লব হাসান, রাশেদ চৌধুরী এবং মোহম্মদ বাবু মিঞ্রা।
ধন্যবাদসহ,
ঈমাম হোসেন
প্রকাশনা সচিব,
কেন্দ্রীয় কমিটি,
জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




