একদিন সন্ধায় আগুনের পাশে বসা এক বৃদ্ধা দাড়ালেন এবং গান গাইলেন। তিনি একজন মাদিয়া। তাদের সমাজে প্রথা হলো বিয়ের পর ব্লাউজ না পরা এবং উর্ধাঙ্গ/বুক সম্পুর্ন খোলা রাখা। এ বিষয়ে গানটি গাইলেন
"তারা বলে আমরা ব্লাউজ পরতে পারবনা
দ্যাখোনিরে দাদা
তারা আমাদের ব্লাউজহীন করেছে দাদা
এইভাবে আমরা পাপী হচ্ছি দাদা
দুনিয়াটা বদলে গেছে, তাইনা দাদা?
কিন্তু আমরা যখন বাজারে যাই দাদা
আমাদের যেতে হয় অর্ধ উলঙ্গ হয়ে দাদা
আমরা এ জীবন চাইনা দাদা
আমাদের বংশধরদের একথা বলিওনা দাদা।"
-ভারতীয় প্রতিবাদী লেখিকা অরুন্ধতী রায়ের লেখা -"পাহাড়ী জঙ্গলে কমরেডের সাথে", থেকে নেয়া। দৈনিক নয়াদিগন্তের সৌজন্যে। প্রতিদিন লেখা হচ্ছে, পড়ুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



