আমার আজকের লেখাটি ছাত্র রাজনীতি সম্পর্কে আপনাদের মতামত জানা নিয়ে.
ছাত্ররাজনীতি আমাদের দেশে কেন দরকার?
ছাত্র রা রাজনীতি সচেতন হবে আর ছাত্ররা রাজনীতি করবে এটা সম্পুর্ন বিপরীত একটা বিষয় বলে আমার মনে হচ্ছে . একজন ছাত্র যে বিষয় গুলো নিয়া কথা বলতে পারে / অন্দোলন করতে পারে / দাবি দিতে পারে সেগুলো হলো
১. লেখাপড়ার মান উন্নয়ন .
২. শিক্ষকদের সময়মত ক্লাসে উপস্থিত হয়ে মান সম্মত ক্লাস নেয়া .
৩. শিক্ষকদের ক্লাস না বুঝলে objection দিয়া .
৪. শিক্ষাকেন্দ্রে নিরাপত্তা বিঘ্নিত না হওয়া .
৫. আবাসিক হলে সুস্থ আবাসিক পরিবেশ বজায় রাখা. এবং আরো .....
যা শিক্ষা বিষয়ক অধিকারকে নিশিচিত করে .
আজকে কোনো এমপিকে খুন করা হলো সেটা নিয়া ছাত্রদের অন্দোলন করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না . আপনরা কেউ দেখলে জানাবেন.
একটা শিক্ষাকেন্দ্রে একটা রাজনৈতিক সংঘটনের শাখা কেন থাকবে ?
একটা রাজনৈতিক সংঘটনের কেন ছাত্রদল ছাত্রলীগ নামে সংঘটন থাকবে . আমি এখানে ছাত্রশিবির এর কথা বলি নাই কারণ তারা আমার দৃষ্টিতে কোনো এদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা উচিত ছিলো ১৯৭১ এর পরেই .
এখন ছাত্রদের অন্দোলন খেয়াল করলে দেখবেন একটা বিষয় নিয়া দুই দরনের ছাত্র সংঘটন দুই ধরনের মতামত (পরস্পরবিরোধী) নিয়ে অন্দোলন করছে .
যদি আজকে একটা ছাত্র সংঘটন থাকতো তাহলে একটা মতামত নিয়া অন্দোলন হত.
অনেকে বলবেন ১৯৭১ এ ছাত্ররা অন্দোলন করেছে. আমি স্বীকার করি বাংলাদেশের সব অন্দোলন ছাত্রদের দ্বারা সফল হইছে. এবং আপনারা দেখবেন, অন্দোলন তখন সফল হইছে যখন সব ছাত্রদের দাবি এক ছিলো. মুক্তিযুদ্ধের সময় একটা দল ছাড়া অন্য কোন দল ছিলো না . তাই স্বাধীনতার জন্য অন্দোলন করা মানেই একটা দলের পক্ষে আন্দোলন করা এটা যারা চিন্তা করে তারা ভুল চিন্তা করে .তখন ছাত্ররা চেয়েছে স্বাধীনতা . এই অন্দোলন এর নেতা ছিলেন শেখ মুজিব এবং তিনি ছিলেন একটা দলের অধিনে. তার মানে এই না সব ছাত্র রা ওই দলের জন্য অন্দোলন করেছে.
এরপর দেখেন স্বাধীনতা পরবর্তী যত অন্দোলন ছাত্রদের সফল হইছে সবগুলো অন্দোলন এ সব মতালম্বী দলের ছাত্র সংঘটন গুলো এক বিষয় অন্দোলন করেছে. তাই সফল হইছে.
আর যখন ভিন্নমত নিয়ে যখন বিভিন্ন ছাত্রসংঘটন অন্দোলন করেছে তখন শুদু সাধারণ ছাত্ররা মরেছে . সুবিধা নিয়েছে কিছু সন্ত্রাসী ছাত্র.
আমি নিজে একসময় ছাত্র রাজিনীতি করতাম কিন্তু আমি তখন ছাত্ররাজনীতি ভয়াল রুপটা থেকে নিজেকে দুরে রাখতাম. দেশে এখন সব ধরনের শিক্ষাকেন্দ্রে যেকোন রাজনীতিক সংঘটন নিষিদ্ধ করে দিয়া উচিত . পরিবর্তে একটা জেনেরাল ছাত্র সংঘটন খোলা উচিত অথবা পরিবর্তে কি করা যাই সেটা চিন্তা করা যেতে পারে . আশা করি আপনারা আমার সাথে একমত হবেন. যদি একমত না হন তাহলে comment দিয়া আপনরা বুদ্ধিদীপ্ত মতামত জানাবেন .
পুনশ্চ;: আমার বাংলার ভুল বানান এর জন্য আমি একজন বাঙালী হিসেবে খুবই লজ্জিত. পারলে ক্ষমা করে দিবেন . আর আমার লেখার হাত ও তেমন ভালো না এজন্য দুখিত . পারলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন .
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




