কৌতুক কমন পরা কমন ব্যাপার। তাই কমন পরলে মাইন্ড কইরেন না।
১।
ছোট্ট একটা ছেলে একটা বিড়াল ছানাকে নদীর পানিতে গোসল করাচ্ছে দেখে একটা লোক বললো-
লোকঃ এই তুমি কি করছ? এভাবে পানি লাগালে বিড়াল ছানাটাতো মরে যাবে।
ছেলেঃ ধুর মিয়া! আপনে অপনের কাজে যান। যা বুঝেন না তা নিয়া এত কখা কন ক্যা?
লোকটা তখন তার কাজে চলে গেল। কিছুক্ষন পরে কাজ সেরে বাড়ি ফেরার পথে লোকটা দেখল সেই ছেলেটা মন খারাপ করে বসে আসে আর পাশে বেড়াল ছানাটা মরে পরে আছে। লোকটা তখন রেগে গিয়ে বললো-
লোকঃ এই তোমাকে তখন বললাম না যে এভাবে পানি লাগালে বিড়াল ছানাটাতো মরে যাবে। এখন হল তো?
ছেলেঃ ধুর মিয়া! যা বুঝেন না তা নিয়া এত কখা কন ক্যা? পানি লাইগা তো বিলাইডা মরে নাই। পানি ছাড়ানোর জন্যে যহন ওরে ধইরা চিপুড় দিলাম তহন সেন মইরা গেল।
২।
দেশে তখন যুদ্ধ চলছে। একটি এলাকায় রাতে মিলিটারীরা হানা দিবে শুনে সবাই পালাচ্ছে। বিশেষ করে মেয়েরা। কারন মিলিটারীদের হাতে একবার ধরা পরলে কি হবে তা সবাই জানে। তো সেই এলাকার এক বুড়ী নানীও লাঠি ভর দিয়ে পালাচ্ছে।
তাকে জিজ্ঞেস করা হলঃ ও নানী তুমি পালাও কেন? তুমিতো বুড়ী। তোমাকে দিয়ে মিলিটারীরা আর কি করবে?
তখন নানী বলছেঃ তুই জানিস? ওদের মধ্যে বুইড়া মিলিটারীও আছে।
৩।
রাতের বেলা হঠাৎ ট্রেনের বিদ্যুৎ চলে গেল। খুব অন্ধকার। টিকেট চেকার ঘোষণা দিল যাদের মাথা টাক, তাদের টিকেট লাগবে না। একজন যাত্রী টিকেট ছাড়া উঠছিল। কিন্তু তার মাথায় চুল ছিল। সে এক চিপায় গিয়ে লুঙ্গি দিয়ে মাথা ঢেকে পশ্চাৎদেশ উপরের দিক তুলে কোনোরকম লুকিয়ে থাকলো।
টিকেট চেকার অন্ধকারের মধ্যে একজন একজন করে মাথায় হাত দিয়ে পরিক্ষা করছে আর যাদের মাথা টাক তাদের ছেড়ে দিচ্ছে। একসময় চেকার সেই লোকটির কাছে গেল। হাত দিয়ে ভালোভাবে পরিক্ষা করে বললোঃ "জীবনে অনেক টাক দেখছি, কিন্তু শিথি কাটা টাক এই প্রথম দেখলাম।"
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



