একটা এক্সটেন্ডেড জুম ক্যামেরা কেনার সাধ হইসে, কিন্তু ঠিক করতে পারতেসিনা (আমি দোকানে গিয়ে শার্টই চয়েস করতে পারিনা, ক্যামেরা তো পরে), কারো কোন পরামর্শ থাকলে একটু হেল্পান...
canon sx30is: ৩৫x জুম(28~800mm), কিন্তু CCD সেন্সর (CMOS না), তাই ছবি অতো শার্প না, দাম ($৪২৯) লিংক
Panasonic fz-100: ২৪x জুম (২৮~৬০০), কিন্তু CMOS সেন্সর, ($৩৯৯) লিংক
Panasonic fz-35: ১৮x জুম, CCD সেন্সর, এটা চরম পছন্দ, কিন্তু দাম আরো কমবে নাকি বুঝতেসিনা ($২৯৯) লিংক
Fuji S-1800: ১৮x জুম, CCD সেন্সর (দামের জন্য পছন্দ, $১৬০) লিংক
canon sx130is: ১২x, কিন্তু চেহারা পছ্ন্দ না ($১৪৯) লিংক
আর কোন সস্তা DSLR (18-55mm kit lens) + (55-300mm) টেলিফটো দাম কেমন হতে পারে, as an alternate
আর আসল কথা হইলো, ছাত্র মানুষ, তাই অন্তত ৩-৪ বছর চলা জরুরি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


