রাতে ছবি তোলার সময় অনেক বড় এক্সপোজার টাইম দরকার হয়, যেনো বেশি আলো সেন্সর এ পড়ে। তবে বেশির ভাগ সময় ক্যামেরা কেপে যাওয়ার কারণে ছবি ব্লার হয়ে যায়। এমনকি ট্রাইপড দিয়ে তুললেও শাটার চাপ দেওয়ার সময়ই ক্যামেরা কেপে যায়। এর একটা সমাধান সেলফ টাইমার দিয়ে ছবি তোলা, কিন্তু তাতে ছবির আসল মুহূর্ত মিস হয়ে যাওয়ার সমস্যা থাকে।
আরেকটা সমাধান হল, নিকন/ক্যানন ওয়ারলেস রিমোট কেনা যা দিয়ে দূর থেকে শাটার রিলিজ করা যায়। (Nikon ML-L3, দাম ~ $২০, Click This Link)
কিন্তু আপনার বাসায় যদি একটা Universal Remote থাকে তাহলে ওটাকে ক্যামেরার জন্য প্রোগ্রাম করে নিতে পারেন। আমার D3000 এর জন্য সরাসরি ০৯৫৯ কোড দিয়ে প্রোগ্রাম করে, enter দিলেই অটোফোকাস করে ছবি তুলে। আপনার ক্যামেরায় যদি এই কোড কাজ না করে, তাহলে ইন্টারনেটে খুজে দেখুন অথবা টিভি রিমোটের ম্যানুয়াল কোড সার্চ করুন। কিছুক্ষণের মধ্যেই আশা করি পেয়ে যাবেন।
ছবি তোলার ভিডিও দেখতে চাইলে নিচের লিংকে দেখুন
http://www.youtube.com/watch?v=aawe-FmvQi4

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


