সে কি এমন করেছিলো ধারন, গভীরতা
বুঝেছি কেবল সে গাছে গাছে ফুটে থাকা আগুন ফুল,
ডুমুরের জননী, জলের সহচর
গুচানো পাঁজরের স্রোতে লিখে রাখা ধুলোর নদী
জ্বরাগ্রস্ত নয় ইলিয়াড-অডিসির কাছে
দেখেছি ত্রস্ত মুখে ছুটে চলা মৃত্যুর স্রোত
আমি তার ঘর খুঁজি, প্রণয়যে মেনেছি তার
আর যারা তৃষ্ণাদগ্ধ ছিলো তীর থেকে ছড়িয়েছে মেঘ
তারা পাতাহীন গাছে রক্তপিন্ডঘেরা আগুনশব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




