আমি জেনেছি, জেনে গিছি কঙ্কনা
সব গোলাপ শব হয়ে গেছে পথে
আমাদের প্রণয় হবেনা, আমি জেনে...
২
দু'হাত ভরে ফুল নিয়ে এসেছি; কঙ্কনা
তবু দেখি পান করে চলে গেছে
সে
রক্তের দুধ
৩
গাছ থেকে যে পাতা খসে গেছে নদীর কাছে
ভ্রান্তশূণ্যপ্রেমে আজ সেই দুপুর ঢেউ হয়েগেছে_
বুক থেকে নেমে যাওয়া পাথর, ঝরা ও ক্ষরা
৪
আমি তার পান করেছি চোখের সরাব
একা, জনে-জনে জিজ্ঞাসি সে
কেন তবে প্রেম বিষয়ে মিথ্যে বলেছিলো?
৫
ঘন অন্ধকারে যে নাম ছায়া ফেলে গেছে
সে তুমি, তুমার নামের নদী...
৬
শব্দের পেছনের ছবি! কে আছে এমন তোমার মতো...
৭
আমি জানি এমন বর্ষনে কতটা প্রজ্বল হয়
কতটা উর্বর হয় নাগিনী
৮
জ্বরা-ক্ষরা-প্রেমের টানে
জলের'পরে নাম লিখে দাও
৯
...আকাশের তারা কভূ নিকটস্ত হলে
তোমার নামে সিফত লই দেখো সুনিবিড় ধ্যানে
১০
বিশশত সালের পরে
স্নিগ্ধ অন্তসত্বার মুখের মতো,
আমি তার প্রেমিক!
১১
যে ভোর ম্লান হয়েগেছে তোমার কাছে,
আমি তার কেউ নই, তবু আঙ্গুলের
ফাঁকে সে এখন অন্ধকার হয়ে ঝরে
১২
ফেরো, এসো হে প্রার্থনার চিবুক,
স্মরণের চাকা ঘুরে ঘুরে
ক্লান্ত
বিস্মৃত হয়ে আছে অমোঘ চুম্বন
ফেরো, কথা হবে বনভূমি-
কথা হবে নির্জনতার
১৩
ভুলেই গেছি শীর্ষ থেকে চূর্ণ হওয়া শীতল চূড়া
সুত্রবিহীন ভুলেই গেছি তোমার-আমার অনেক কথা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




