আজ পেপারে(প্রথম আলো) পড়লাম, প্রায় কয়েক হাজার টন অ্যাসবেসটস বহনকারি একটি জাহাজ স্ক্র্যাপ জাহাজ হিসাবে চিটাগাং বন্দরে আসছে। জাহাজটির নাম 'এস এস নরওয়ে'। অ্যাসবেসটস একটি মারাত্মক বিষাক্ত পদার্থ। এটির সংগে স্বল্প বা দীর্ঘসংস্পশে একজন ব্যাক্তি অবশ্যই ফুসফুসের ক্যান্সার এ আক্রান্ত হবে(প্রায় 90%)।অ্যা সবেসটস হচ্ছে সুক্ষ ধূলার মত বস্তু।এটি স হজে বাতাসে ছড়িয়ে পরে। ফলে এর ভয়াব হতা অকল্পনীয়। একে আগুনে পোড়ানোর চেস্টা করলে এটি আরও দ্্রুত বাতাসে ছড়িয়ে পড়ে, এবং একই সংগে বিভিন্ন বিসাক্ত গ্যাস এর উৎপত্তি ঘটায়।তাি একে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে মাটির নিচে বিশেষভাবে পুতে ফেলতে হয়।কিন্তু এই প্রক্রিয়াজাতকরণের খরচ অশম্ভবরকম বেশী।এটি এইসব ক্ষতি কর দিক চিন্তা করে 1960-1970 সালে সমগ্রআমেরিকা এবং ইউরোপ এ এর ব্যব হার এবং উৎপাদন বন্ধ করে দেয়া হয়। তখনও জাপান এ অ্যাসবেসটস ব্যব হৃত হত। পরবর্তিতে গত 4-5 বছর আগে দেখা যায় , যারা ঐ অ্যাসবেসটস এর সঙ্গে জড়িত কারখানা তে কাজ করেছে তাদের সবাই কোনো না কোনোভাবে ফুসফুসের রোগে আক্রান্তহয়েছে। এ বছর জাপান স রকার প্রায় কয়েক হাজার কটি টাকা খরচ করে জাপানে এ পর্যন্ত ব্যব হৃ ত সমস্ত অ্যাসবেসটস পরিস্কার ও প্রক্রিয়াকরণের কাজ হাতে নিয়েছে।
অ্যাসবেসটস খুবই ভয়ংকর একটি জিনিস। তদুপরি, এর প্রক্রিয়াকরণ করে একে নষ্ট করার খরচ ও ভয়ংকর।সামান্য অর্থের লোভে যেসব অর্থলোভী ব্যক্তি আমাদের দেশের যারা গরিব শ্রমিক,যারা কিছুই জানেনা, তাদের অজ্ঞানতা ও দারিদ্্রের সুযোগ নিয়ে তাদের মারার চেষ্টা করছে, এবং আমাদের স্ব্যাসথের পক্ষেও মারাত্মক ক্ষতিকর এই জিনিস আমাদের দেশে ঢোকানোর চেষ্টা করছে তাদেরকে আমাদের অবশ্যই প্রতিরোধ করা উচিৎ। নাহলে পরে জাপানের মত আমাদের ও নিজেদের করের টাকায় এটা পরিস্কার করতে হবে।তখন শুধু বিপুল অর্থ ব্যায়ই করতে হবে না, ভোগান্তি ও পোহাতে হবে। পৃথিবীর কোনো দেশে যে জিনিস ঢুকতে পারেনি তা যেন আমাদের দরিদ্্রতার সুযোগ নিয়ে আমাদের দেশে না ঢুকতে পারে, সেজন্য আসেন আমরা যারা সচেতন নাগরিক, দেশেকে ভালোবাসি, সবাই এক হয়ে , যার যেটুকু ক্ষমতা আছে তা দিয়েই এই জাহাজকে প্রতিরোধ করি। আপনাদের কাছে আমার অনুরোধ।
প্রসংগত,আমি এখন তোকিও ইউনিভার্সিটি এর কেমিস্ট্রিএন্ড বায়োটেকনলজি বিভাগে, 2য় বর্ষের ছাত্র। আপনাদেরকে আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




