কাজের মেয়ে/ছেলের সাথে নরমালি যেরকম ব্যবহার করেনঃ
১। মনে করেন যে, সে আপনার বাসায় বিনা বেতনে কাজ করবে,
২। টাকা দেয়ার চুক্তি থাকলেও মাস শেষ হয়ে যাওয়ার পরও টাকা দেন না, দিলেও পুরো টাকা দেন না বা দিতে ইতস্ততঃ করেন,
৩। উঠতে বসতে ধমক দেন,
৪। বয়সে বড় হলেও "তুমি" করে কথা বলেন,
৫। ২৪ ঘন্টার যেকোন সময়ে আপনি তাকে হুকুম করেন এটা করো ওটা করো,
৬। আপনি দুপুরে বিশ্রাম নেন, তাকে বিশ্রাম নিতে দেন না বা বসে বসে বাতাস করতে অথবা পা/শরীর টিপে দিতে বলেন,
৭। সারাদিন খাটুনির পর সন্ধ্যায় তার ঝিমুনি আসলে থাপ্পড় দিয়ে উঠিয়ে দেন,
৮। নিজে বিনোদন উপভোগ করলেও তাকে টেলিভিশন দেখতে দেন না,
৯। সময়ে-অসময়ে কাজে ডাকেন,
১০। যখন-তখন চা বানাতে বলেন,
১১। নিজে বসে থেকে তাকে এটা এনে দাও ওটা এনে দাও বলে হুকুম করেন,
১২। তার প্রতি যৌন ক্ষুধা অনুভব করেন, ধর্ষন করেন বা অনেক সময় নিয়মিত সেক্স করেন,
১৩। কাজের ত্রুটি হলে বকুনি দেন, পেটান বা গরম খুন্তির ছ্যাঁকা দেন,
১৪। কোন বাসন-পত্র ভেঙ্গে ফেললে পিটুনি দেন বা বেতন থেকে টাকা কেটে রাখেন,
১৫। ধর্মীয়/সামাজিক উৎসবের সময় নিজের বা নিজের সন্তানদের জন্য নতুন জামা-কাপড় কিনলেও তাদের জন্য কিছুই কেনেন না,
১৬। আপনি যা খান তাদেরকে তা খেতে দেন না,
১৭। চুরির দায়ে যতটুকু সাজা দেয়ার দরকার তার চেয়ে অনেক বেশি সাজা দেন, অথচ নিজে যে ঘুষ/চুরি করেন সেটার সাজার কথা চিন্তা করেন না।
আর কিছু মনে আসছে না।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




