কিছুই হয়নি পাওয়া,
কিংবা সামান্যই পাওয়া হয়েছে,
কী-বা আসে যায় তাতে?
এই পৃথিবীই ঢের অপূর্ণতা নিয়ে আছে
আমিতো সামান্য মুসাফির তারই।
কাকে বলব? এই হাত আজও
ছোয়নি কোনো রমনির চিবুক,
এই ঠোঁট কখনও করেনি স্পর্শ
কোন শুভ্র মানবীর বুকের তিলক,
আমি কাকে বলব? আমার যুগল চক্ষুদ্ব্য়
শিকারীর মত এখনও তোমায় খোঁজে।
আমি জানালা খোলা হাওয়া গায়ে মাখিয়ে
শেষ বিকেলের রোদে স্নান করি
স্মৃতিগুলোকে উল্টে পাল্টে হিসেব করি
দেনা পাওনার কি রইল বাকী।
গোধুলীর আবছা অন্ধকারে দেখি-
কলসের তলায় পড়ে আছে ক'ফোঁটা জল
যা জমিয়ে এসেছি জীবনভর.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



