এরপর তারা আবার জেগে উঠল আকাশের পথ চেয়ে তারাদের সাথে
অকৃত্রিম ভালোবাসা নিয়ে। আর নারী অনারীরা
আমাদের লাশ বলে গাল দিল
দৈনিক আড্ডার শ্রেষ্ঠ বুলিতে যেন আধুনিক
প্রেম ভুলে হেসে মরে যায় মায়া অমায়ার কৃত্রিম দৃষ্টিতে,
আর আমরা সব শব যেন কবরে মুখ লুকাই; আনন্দে তাহারা
ছায়ার সাথে জীবন গানে মেতে ওঠে আর
মরিচীকা খুঁজে খুঁজে পরিশেষে
এ হাত ঘুরে তাকায় নিশ্চিৎ কামনার ও হাতে
আর আমরা একে ভালোবাসা বলে শান্তি পাই!!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



