আমাকে কেউ কেমন আছি প্রশ্ন করলে
উত্তর এম্নি চলে আসে-‘বেচে আছি’…
আগের মত করে বলা হয়ে ওঠে না
ভাল আছি আমি।
আসলে আমার নিজেরই জানা নেই
এখন যেমন করে পার করছি জীবন
একে ঠিক কেমন থাকা বলে?
আগের আমার তুলনায় এখনকার এই আমি
অনেক্ বদলে গেছি সবার চোখের অন্তরালে
এতটাই যে নিজেকে চিন্ তে বড় কষ্ট হয়…
আনন্দ দ্যুতি যেন আমার কাছ থেকে
মাথা নিচু করে ফিরে যায়-
আর একসময়ের অসহ্য দুঃখ
যেন অনুভব করার ক্ষমতা ফুরিয়ে গেছে
এইতো সেদিন…
এগুলোর বিচারেই কি আমাদের
ভাল আর খারাপ থাকা নয়?
বেচে থাকাকেই এখন আমার কাছে
মনে হয় অনেক বড় পাওয়া…
তাই একেকটা দিন
একটা দিনের হিসেব করেই দিনাতিপাত করি।
অতীত আর ভবিষ্যতের বিশেষত্যের সে
পূর্বপরিকল্পনা অনেক আগেই তার আকর্ষণ
হারিয়ে ফেলেছে আমার কাছে…
জীবন থেমে থাকে না ,জানি।
তাই শত চড়াই উতড়াই পেরিয়ে
অস্তিত্ত টিকিয়ে রেখেছি এখনও
হোক না থাকা আর না থাকার মাঝখানে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



