তুমি বলেছ এখনও তোমার সপনে
আমার বিচরণ অবিরাম
তুমি বলেছ তোমার প্রিয়ার মুখে
আমার মুখচ্ছবি খুঁজে বেড়াও
তুমি বলেছ জীবনের সিদ্ধান্তহীনতায়
আমাকেই তোমার সবচেয়ে বেশি মনে পড়ে
তুমি বলেছ আমার এত দুর্নাম করে
আমাকে এতটকু ভুলতে পারোনি আজও
তুমি বলেছ আমাকে ভালবাসা, তোমার দম নেবার মত
একটা চলমান প্রক্রিয়া,রুখতে গেলে
নিশ্চিত মরণ হবে তোমার!
তুমি বলেছ এখনও জানো তুমি
আমি শুধু তোমারই ছিলাম
তোমারই আছি,আর কারও নই...
তোমার এসব প্রলাপ এখন আমাকে
আর আলোড়িত করে না।
সে দিন এখন আর নেই...
এক সময়ের তুমি পাগল আমি- আজ তুমি বিনা
এখনও টিকে আছি...
মনে পড়ে তোমার?
কথা দিয়েছিলে, পাহাড়ের চূড়ায় উঠে
দুজন এক সঙ্গে জীবন দেব! কিন্তু
লাফিয়ে পড়ার মুহূর্তে তুমি হাত ছেড়ে দিলে...
পাহাড়ের নিচের অতল ভুমিতে
নিশ্চিত মৃত্যুর দিকে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত
আমার অবাক দৃষ্টি ,একটুর জন্যেও
তোমার চোখ থেকে সরেনি...
আজও আমি জানি না-
কেন এমন করেছিলে সেদিন?
আমি মানতে পারি না
তুমি কেমন করে পারলে?!
আজ এতকাল পরও
সেই আশ্চর্য ঘটনার ক্ষতচিহ্ন আমি বয়ে বেড়াচ্ছি ...
পঙ্গু,নির্জীব,জড় পদার্থে রুপ নিয়েছে আমার হ্রদয়
কোন সম্পর্কের উপর আর আস্থা ফিরে আসেনি...
এক সময় নিজেকে ভাবতাম পৃথিবীর সবচাইতে সুখি মানুষ!
অথচ হয়ে গেলাম সবচাইতে অপমানিত
সবার দৃষ্টিতে নিচু থেকে আরও নিচুতর।
সবই তোমার বদৌলত অনুপম!
আমি এখনও জানি না কি ভুলে
এত বড় শাস্তি আমাকে পেতে হয়েছিল...
এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এখন আর পারি না...
বড় ক্লান্ত হয়ে পড়েছে আমার ভাঙ্গা চোড়া দেহখানি
আর পারি না...
বাঁচার আকুতি থেকে আমাদের মাঝে
সাত সাগর আর তের নদীর বিস্তর
এক ব্যবধান তৈরী করে নিয়েছি
তবুও তোমার প্রলাপ আমার কানে এসে কেন পৌছায়?
আমাকে একে বারে শেষ না করে তুমি থামবে না?
বাঁচতে দেবে না আমাকে?
কই আমি তো যাইনি তোমার সামনে একবারের জন্যে-
কত সুখে আছ দেখতে!
তবু পৃথিবীর যে প্রান্তেই লুকাই না কেন
তোমার থেকে নিস্তার নেই কেন আমার?!
আমাকে বেচে থেকেও হত্যা করে
তোমার সাধ কি এখনও বাকি কিছুটা?!
ক্লান্ত আমি লড়াই হেরে, কেবল এটুকুই চাইছি...
আমি চাই না তোমার সপ্নে আসতে
চাই না আমার কিছুই তুমি মনে রাখ
চাই না তোমার আমি হতে...
শুধু
তোমার বিষাক্ত ভালবাসা থেকে মুক্তি চাই!
বাঁচতে চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



