হৃদয় হাতে করে বসে ছিলাম কোন এক রাজপুত্রের প্রতীক্ষায়।
কত প্রহর কেটেছে, কেটেছে কত পূর্ণিমা রাত।
জীবন পথে বসে থাকা আমায় একবার দেখেই
মুখ ফিরিয়ে চলে গেছে তারা...
শুধু মন ভেঙ্গে দিয়ে যেতে ভুল হত না !
আমি শিখে গেছি যখন- জীবন কোন রূপকথা নয়,
এখানে সিন্ডারেলারা রাজপুত্রের দেখা পায় না কখনো-
ঠিক তখন নিয়তি করে বসেছে এক অদ্ভুত নিষ্ঠুরতা।
এখন নিঃস্ব চোখের সামনে,
কত রাজপুত্রদের আনাগোনা প্রতিনিয়ত-
হাতে করে আনে তারা উপচে পড়া ভালোবাসা,
শুধু এই আমারই জন্যে।
কিন্তু বাস্তবতার গল্পে যা থেকে যায় অলক্ষ্যে,
তা অনেকটাই এমন -
উন্মুখ আমি কিংবা সেই কোমল হৃদয় খানি...
এখন অস্তিত্বহীন।
ভালোবাসা হারিয়ে গেছে, হৃদয় হয়েছে হাজারো টুকরো!
এত টুকরো বুঝি আর কোন হৃদয় হয়নি ...
বিশ্বাস ফুরিয়েছে আরও বহুকাল আগে
অবিশ্বাসের বিষে আমি নীলাঞ্জীত
আজকাল মুখেও বিষ নিয়ে ঘুরে বেড়াই ...
পুরোন আমার এ যেন এক নতুন কুতসিত সংস্করণ।
আহা! নিয়তি...
বড় দেরি করে দিলে তুমি ভালোবাসার সম্ভাবনা
কি হবে এখন পেয়ে ,যখন করে রেখেছ আমায়
আজীবনের জন্যে চিরকালের
ভালোবাসা শূন্য...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



