পক্ষপাতহীন বিধাতা এতো ছল না করে পারো না ?
ধনবানের জন্য দুনিয়া আর পুণ্যবানের জন্য বেহেশত খানা !
দরিদ্র আর পাপির জন্যে কি আছে সুখের ব্যবস্থা ?
তোমার ঢং দেখে বাচিনা মহাহৃদয়বান দয়ালু বিধাতা !
যাতনা দিয়ে বলো ভালোবাসি তাই এসব পরীক্ষা, উত্তীর্ণের জন্য সুখ রাখা ।
দরিদ্রের চাল না জুটিয়ে, ওঁত পেতে থাকো স্মরে কিনা !
ধনবানের পালিত কুকুর সকালে মাংস খায়,
তার পরীক্ষা নেয়া যায়না ! নাকি সাহস পাওনা ?
খুব তো জোর গলায় বলো পক্ষপাতিত্ব করিনা !
আসমান জমিন পাতালের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াও-
জানোনা ডাস্টবিনের খাবারে টোকাই কিশোরের ক্ষুধা মেটেনা !
অভিজাত রান্নাঘরের ঝি হয়ে দেখ, সন্তানের জন্য মাংস চুরি লোভ নয়-
ভালোবাসারই নব সূচনা ।
চঞ্চলা পতিতার ঘরে নিভু আলো হয়ে দেখ-
ওসব সঙ্গমে মায়া থাকেনা, বাঁচার তাড়া ।
অথচ তারও সতী নারীর মতো পতি প্রেমের সাধ জাগে ।
মন্দিরের সিঁড়ি হয়ে দেখ, পাপী আর পুণ্যবানের নত শিরে একই উদ্দেশ্য-
তোমাকে তুষ্ট করা ।
বিত্তবানের সন্তান সম্ভবা পত্নীর ব্যবস্থাপত্র হয়ে দেখ-
ভারী কাজ করতে মানা, আর-
দরিদ্র পত্নীর শাশুড়ির কথার বাণ-
মাগী হুইয়া রইছে,পানি আনবে কেডা?
খুব তো জোর গলায় বলো পক্ষপাতিত্ব করিনা !
তবে এসবের কি নাম? নাটক নাকি খামখেয়ালিপনা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


