" সমপ্রতি ভারতীয় প্রধানমন্ত্রী 1 জন দায়িত্বশীল ব্যক্তি হয়েও ভারতীয় লোকসভায় পূর্ব পাকিস্তানের জন্য এমনভাবে সহানুভূতি প্রকাশ করেছেন, যা আমাদের মনে ঔৎসুক্য জাগায়। ... ভারতের মনে রাখা উচিত ছিল যে পূর্ব পাকিস্তানীরা তাহাদের নায্য দাবী আদায়ের ব্যাপারে কোন দেশের নিকট হতে সাহায্য চায় না। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার।... ভারতীয় বেতার যে জঘন্য মিথ্যা প্রচার করেছে ঢাকার প্রতিটি নাগরিক তা ভালোভাবে বুঝে, ভারতীয় বেতারের মতে সমগ্র ঢাকা নগরী মাটির সাথেই মিশিয়ে দেয়া হয়েছে। ... এটা কি করে সম্ভব যে, ঢাকার জনগণ নিজ চোখে যা দেখেছে, নয়াদিল্লী তার চেয়ে বেশী দেখেছে। ...ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানীদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে। ... আমি বিশ্বাস করি যে, এই অনুপ্রবেশকারীরা পূর্ব পাকিস্তানী মুসলমান জনগণের নিকট হতে কোন প্রকার সাহায্য পাবে না।" (সূত্রঃ দৈনিক পাকিস্তান 7 এপ্রিল, 1971)
এই পাকিস্তানী যে আজো ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশে বহাল তবিয়তে বসবাস করছে তাতে বিশ্বদরবারে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



