সে এসেছিল জীবনে আমার। আমি আকড়ে ধরেছিলাম তাকে। প্রাণপণ চেষ্টা করেছিলাম হৃদয়ের সমস্ত ভালোবাসা উজার করে দিয়ে বুকে আগলে ধরতে। শেষ পর্যন্ত ও থাকে নি আমার হয়ে। আমি বুঝতে পারি নি, কেন সে এমন দুর্ব্যবহার করতো সারাক্ষন। এখন বারবার প্রশ্ন করতে ইচ্ছে করে, "কি দেইনি তোমায় বলতে কি পারবে আমায়? আমি আমার সমস্ত কিছু তোমার জন্যই উৎসর্গ করে ছিলাম না? তার পর ও তুমি নষ্ট হয়ে গেলে। আমাকে অবহেলায় অপমান করতে থাকলে। তোমাকে ভালোবেসেছিলাম বলেই বুঝি এভাবে কষ্ট দিলে? কিন্তু কেন, কেন, কেন ?"
এতগুলো দিন পর তুমি আবার আসলে আমার জীবনে । কিন্তু কোন মোহে হয়তো তুমি আছো। ঘোর কেটে গেলে আবার তুমিও হয়তো চলে যাবে দূরে। তাই আর আমি তোমাদের বিশ্বাস করতে পারি না। তারপরও কেন জানি মনে হচ্ছে তোমায় হয়তো জড়িয়ে ফেলেছি এ নগন্য জীবনের সাথে।
কিন্তু তোমার কথায় মনে হল আজ রাতে, তুমি ও হয়তো পালাবে আমায় ছেড়ে।
তাইতো বড় কষ্টে মনে পরে "কবর" কবিতার সেই মর্মস্পর্শী কথাটি
"যখন যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি"
আর........
আজ আমি অশ্রু সিক্ত নয়নে ভাবছি ..............................................
তোমরা সবাই এমন কেন?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



